নিমতাকান্ডে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু, সুবিচার চেয়ে তৃণমূলকে কাঠগড়ায় তুলল বিজেপি
তৃণমূল ঘটনার দায় কাঁধে তুলে নিতে অস্বীকার করেছে
নিমতাকাণ্ডে আক্রান্ত বৃদ্ধা গতকাল গভীর রাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গেরুয়া শিবির সুবিচার চেয়ে তৃণমূল কংগ্রেসের দিকে আঙ্গুল তুলেছে। আসলে, গত ২৭ ফেব্রুয়ারি বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তৃণমূল সদস্যরা মারধর করে। আর তাতেই গুরুতর আহত হন বিজেপি কর্মীর মা শোভা মজুমদার। তারপর ১ লা মার্চ ওই আক্রান্ত বৃদ্ধার বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং। তখন তাদের তত্ত্বাবধানে ওই বৃদ্ধাকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসায় সুস্থ হয়ে ৪ দিন আগে বাড়ি ফেরেন বৃদ্ধা। তবে হঠাৎই গতকাল রাতে তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে আজ সকালে উত্তর দমদম বিজেপি প্রার্থী অর্চনা দাস ঐ বৃদ্ধার বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি বৃদ্ধার মৃত্যুর সুবিচারের দাবি করেন এবং আজ উত্তর দমদমে প্রতিবাদী মিছিল বের করার কথা জানিয়েছেন। অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি শোকোস্তব্ধ টুইট করে বলেন, "বাংলার মেয়ে শোভা মজুমদারের মৃত্যুতে আমরা শোকাহত। তৃণমূল গুন্ডাদের মারে তার মৃত্যু হয়েছে। এই পরিবারের দুঃখ ও বেদনা মমতাদিকে দীর্ঘদিন ভাবাবে।" অবশ্য ঘটনার দায় অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দমদম তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। বৃদ্ধা দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। অসুস্থতার জন্য তার মৃত্যু হয়েছে।" একুশে নির্বাচন চলাকালীন এই নিমতাকাণ্ডে আক্রান্ত বৃদ্ধার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতি সরগরম হয়ে উঠেছে।