"মুখ্যমন্ত্রীর জন্য এক ঘন্টা প্রচার করি না", রোড শোতে মেজাজ হারিয়ে বললেন নুসরাত জাহান
আজ নুসরাত জাহান, অশোকনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারায়ন গোস্বামীর হয়ে প্রচার করতে নেমেছিলেন
একুশে বাংলা বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজ্যে। গতকাল বাংলার ৫ টি জেলায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফা নির্বাচন সম্পন্ন হয়েছে। এরইমধ্যে পরবর্তী নির্বাচনের জন্য প্রচারে ঝড় তুলতে রাজ্যজুড়ে বিধানসভা কেন্দ্রে তারকা প্রার্থীরা ভোট প্রচার করতে যাচ্ছেন। তবে এবার অশোকনগরের তৃণমূল প্রার্থী নারায়ন গোস্বামীর হয়ে প্রচার করতে বেরিয়ে নতুন বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ নুসরাত জাহান। আসলে তিনি আজকে নারায়ন গোস্বামীর হয়ে একটি রোড শো তে উপস্থিত হয়েছিলেন। সেখানে প্রখর রোদে খোলা জিপে দাঁড়িয়ে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছিলেন। কিন্তু হঠাৎই তাকে আরো কিছুক্ষণ প্রচার করতে বলায় তারকা ভোটপ্রচারক নুসরাত জাহান মেজাজ হারিয়ে বলেছেন, "আমি এক ঘন্টার ওপর রোড শো করছি। আমি মুখ্যমন্ত্রীর জন্য এত সময় দিই না। ঠাট্টা করছো!"
নুসরাত জাহানের এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে যায়। এরপর দলের নেত্রীর এমন ব্যবহার নিয়ে সরগরম হয়ে ওঠে গোটা বঙ্গ রাজনীতি। অবশ্য এই বিষয়ে নুসরাত জাহান সাফাই দিয়ে বলেন, "জিপের ড্রাইভার হঠাৎ করে জোরে ব্রেক কষায় কোমরে চোট পায়। তাই তাড়াতাড়ি করে জিপ থেকে নেমে যেতে বাধ্য হই আমি। কিন্তু এই ব্যাপারটি ওইখানে উপস্থিত তৃণমূল কর্মকর্তারা বুঝতে পারেনি। তাই আমি তাদের হাত নেড়ে ইশারা করছিলাম।"