নৈহাটি বিস্ফোরণকাণ্ডে ৩ রাজ্য সরকারের অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সুপারিশ করল এনআইএ
বিধানসভা নির্বাচনের আগে এই সুপারিশ বিরোধীপক্ষের লড়াইয়ের অস্ত্র হতে পারে
অবশেষে নৈহাটি বিস্ফোরণ কাণ্ডের জেরে তিন অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল এনআইএ। কাজে গাফিলতির অভিযোগে চৈতালি চক্রবর্তী, মনোজ ভার্মা ও প্রণাম নস্করের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। আজ শুক্রবার রাজ্যের মুখ্যসচিব ও ডিজি কে চিঠি পাঠিয়ে একথা জানিয়ে দিয়েছেন এনআইএ ডিজি ওয়াইসি মোদি। তিনি চিঠিতে স্পষ্ট লিখেছেন, "বেআইনি কারখানাগুলো যারা চালায় তাদের সাথে যোগ ছিল জেলা প্রশাসন ও জেলা পুলিশের।" নির্বাচনের প্রাক্কালে এরকম সুপারিশ বিরোধীদলের জন্য সোনার ডিম হয়ে উঠতে পারে তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে এবার রাজ্যের কোর্ট রাজ্য প্রশাসনের তিন অফিসারের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেয়, সেটাই দেখার।
প্রসঙ্গত, গত বছরের ৩ জানুয়ারি তীব্র বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা নৈহাটি শহর। এমনকি বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিলো যে তীব্রতার কম্পন পৌঁছে গিয়েছিল গঙ্গার ওপারে হুগলির চুঁচুড়াতে। সেখানে বাড়িঘরের কাচের জানালা ভেঙে গিয়েছিল এবং বিস্ফোরণের জেরে ফাটল ধরেছিল বাড়িতে। স্থানীয়দের দাবি ছিল যে গঙ্গার পাড়ে পুলিশ বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে এই ঘটনা ঘটিয়েছে। এই বাজি নিষ্ক্রিয় করার মত ঝুঁকিপূর্ণ কাজ কি করে এত জনবসতিপূর্ণ জায়গায় পুলিশ করে সেই নিয়ে তীব্র জল্পনা-কল্পনা হয়েছিল। সেই বিস্ফোরণে ৫ জনের মৃত্যুও হয়েছিল।