রান্নার গ্যাস সংগ্রহ করার নিয়ম পরিবর্তিত হচ্ছে নভেম্বর থেকে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/10/2020   শেষ আপডেট: 18/10/2020 6:22 p.m.
-

ওটিপি দেখালে তবেই মিলবে গ্যাস

যে পদ্ধতিতে এতদিন রান্নার গ্যাস মিলত, আগামী নভেম্বর মাস থেকে সে পদ্ধতির বদল ঘটছে। গ্যাস বুক করার সময় একটি করে ওটিপি দেওয়া হবে। সেই ওটিপি দেখালে তবে গ্রাহক গ্যাস নিতে পারবেন।

এই নতুন নিয়মের ব্যাপারে জেনে নিন -

  • যে সংস্থাগুলির রান্নার গ্যাসের পরিষেবা দিয়ে থাকেন তারা 'ডেলিভারি অথেনটিকেশন কোড' নামে একটি নয়া পদ্ধতি চালু করেছে। এরফলে সংস্থা গুলি তাদের গ্রাহকদের চিহ্নিত করতে পারবেন।
  • গ্যাস বুক করার পরপরই গ্রাহকের ফোনে একটি কোড নং পৌঁছে যাবে। গ্যাস ডেলিভারি নেওয়ার সময় সেই কোডটি গ্রাহকে দেখাতে হবে।
  • নিজের মোবাইল নং পরিবর্তন করলে অতি সত্বর তা সংস্থাকে জানাতে হবে। নচেৎ সিলিন্ডার নাও পেতে পারেন।
  • বাড়ি পরিবর্তন করলেও নতুন ঠিকানা গ্যাস সংস্থাকে দিতে হবে। নাহলে সেক্ষেত্রেও গ্যাস পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন গ্রাহক।

এই নতুন নিয়ম প্রথমে ভারতের একশোটি উন্নতমান শহরে শুরু হবে।