উপনির্বাচনে নয়া রেকর্ড! জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর
মানুষের আশীর্বাদে আমরা বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি, মুখ্যমন্ত্রী
রাজ্যে চারটি বিধানসভা আসনেই উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে নয়া রেকর্ড। লক্ষাধিক ভোটে ২ কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থীরা। বাকি ২ কেন্দ্রেও জয়ের দিকে তৃণমূল। উচ্ছ্বসিত তৃণমূলের সমস্ত কর্মীরা। ইতিমধ্যেই চার কেন্দ্রের প্রার্থীকেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ভোটারদেরও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তিনি।
টুইট করে জানিয়েছেন, "চারজন জয়ী প্রার্থীকেই আমার আন্তরিক অভিনন্দন। এই জয় মানুষের জয়। এটা দেখিয়ে দিল, বাংলা সবসময় মিথ্যা প্রচার ও ঘৃণার রাজনীতির বদলে উন্নয়ন ও ঐক্যকে বেছে নেবে। মানুষের আশীর্বাদে আমরা বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।"
অন্যদিকে, অতিমারীর কথা মাথায় রেখে এমন আনন্দের মুহূর্তেও কর্মীদের সংযত থাকার নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও জয় ঘোষণা হতেই রাস্তায় সবুজ আবির আর ঢাক-ঢোল সহযোগে শুরু হয়েছে সেলিব্রেশন। এদিকে, তৃণমূল প্রার্থী উদয়ন গুহ জয়ী হতে বলেন, "তিনি ভেবেছিলেন কোচবিহারের রাজনীতির শেষ কথা তিনিই। কিন্তু এবার পায়ের তলার মাটি নেমে গিয়েছে। শুধু নেমেই যায়নি, ওঁর পায়ের তলায় আর মাটি নেই। এই পরাজয় অশোক মণ্ডলের নয়, নিশীথ প্রামাণিকের।”