মাত্র ১০ দিনে বিক্রি হয়ে গেল ৫০,০০০ এর বেশি ই স্নানের কিট, জনপ্রিয়তা আকাশ ছোঁয়া

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/01/2021   শেষ আপডেট: 14/01/2021 3:34 a.m.
twitter @DistrictPgs

গতবছর পরীক্ষামূলকভাবে চালু করা হলেও এইবার করোনা পরিস্থিতিতে এই কিট বেশ জনপ্রিয় হয়েছে আম জনতার মাঝে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছিল এবারে ই স্নানের মাধ্যমে হোক গঙ্গাসাগরের পুণ্যস্নান। সেইমতো আগে থেকেই ভার্চুয়াল ভাবে সাগর মেলা করার যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। এর সাথে সাথে ই স্নানের সামগ্রী কেনার বিষয়টিও দেখা শুরু হয়েছিল। তবে অনলাইনে এই বুকিং শুরু হওয়ার সাথে সাথে কেনার চাহিদা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। অনলাইনে এবং অফলাইনে বিক্রি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। পরিসংখ্যান বলছে, মাত্র ১০ দিনের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে ৫০ হাজারের বেশি ই স্নানের কিট। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, অনলাইনে ২১ হাজার এবং অফলাইনে ৩২ হাজার কিট বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে কাউন্টার খোলা রয়েছে ১৫টি।

এই ই স্নানের কিটের মধ্যে থাকছে গঙ্গাজল, প্রসাদ এবং সিঁদুর। সাগর, হারউড পয়েন্ট এবং আউটরাম ঘাটে এই কাউন্টার আপনারা দেখতে পাবেন। এই সামগ্রী নিয়ে সাগরে মোবাইল ভ্যান ঘুরছে। তীর্থযাত্রী এবং সাধারণ মানুষের জন্য সেখান থেকে এই কিটের বিক্রি শুরু করা হয়েছে। যদিও গত বছর পরীক্ষামুলকভাবে প্রথমবারের জন্য এই ই স্নানের কিট চালু করেছিল জেলা প্রশাসন। সেই বছর ৫,০০০ এর বেশি মানুষ এই কিট অর্ডার দিয়েছিলেন। আর করোনা পরিস্থিতির মধ্যে এই ই স্নানের কিট আম জনতার মধ্যে এ বছর হয়েছে বেশ জনপ্রিয়।