বঙ্গ বিজেপির অনলাইন ক্লাসে মাস্টারমশাই মোদী
আজ বুথস্তরীয় কর্মীদের প্রশিক্ষণ দেবেন প্রধানমন্ত্রী
একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের বাংলা শাসনের লক্ষ্যে আরও এক নতুন পদক্ষেপ সূচিত হবে আজ। নতুন বছরে বাংলায় ভোটপ্রচারে আসবেন বলে আগেই জানান স্বয়ং। রাজ্যের বিজেপি সভাপতি দীলিপ ঘোষও প্রতি মাসে নরেন্দ্র মোদীর বঙ্গে আগমনের সম্ভাবনা ব্যক্ত করেন। তবে আজ ভার্চুয়ালি বুথকর্মী ও দলীয় নেতাদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী।
দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত চলবে ওই প্রশিক্ষণের ক্লাস। সংগঠনের স্তর হিসেবে বিজেপিতে সবচেয়ে নীচে রয়েছে বুথকমিটি। গড়ে ৭ টি করে বুথ নিয়ে একটি শক্তিকেন্দ্র গড়ে উঠবে এবং গোটা বাংলা জুড়ে ১০ হাজারের বেশী শক্তিকেন্দ্র হবার সম্ভাবনা। প্রধানমন্ত্রী কিষাণ কর্মসূচি মারফৎ বৈঠকে যোগ দেবেন নরেন্দ্র মোদী। বিজেপির সূত্রে দাবি হাওড়া ডোমজুড়ের শক্তিকেন্দ্রে থাকবেন দীলিপ ঘোষ এবং সদ্য যোগদানকারী শুভেন্দু অধিকারী থাকবেন কাঁথির একটি শক্তিকেন্দ্রে। রাজ্য সরকারের প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির এই রাজ্যশাসনের লক্ষ্য এবং ইতিমধ্যেই সেয়ানে সেয়ানে লড়াই আগামী দিনে আরও ভয়াবহ রূপ নিতে পারে। বুথ কমিটির পরিসংখ্যান ও শক্তিকেন্দ্রের হিসেব আগেই কেন্দ্রের কাছে জমা দিয়েছে রাজ্য বিজেপি, তবে এবার শক্তিকেন্দ্রগুলি আদৌ কতটা শক্তিশালী,আজ তারই ক্লাস নেবেন স্বয়ং প্রধানমন্ত্রী।