স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে টুইটের বন্যা, অভিষেকের কর্মসূচিকেও কুর্নিশ
স্বামীজীর জন্ম জয়ন্তী উপলক্ষে টুইট করে তাকে শ্রদ্ধার্ঘ্য জানালেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ সহ আরো অনেকে
আজ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্ম জয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইট করে স্বামীজীর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার পাশাপাশি জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখলেন, 'মহান স্বামী বিবেকানন্দকে তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। জাতীয় জাগরণের জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁর সমস্ত কর্মকান্ডের মধ্য দিয়ে দেশের বহু তরুণ প্রজন্মকে তিনি অনুপ্রাণিত করেছেন দেশের জন্য কাজ করার জন্য। দেশ গড়ার লক্ষ্যে তিনি স্বপ্ন দেখেছেন। আসুন আমরা তাঁর সেই স্বপ্নকে একসঙ্গে সত্যি করে তুলি।'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়েছেন। স্বামী বিবেকানন্দের একটি ছবি পোস্ট করে তাতে তিনি লিখলেন, "তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো, তুমি মহান হইবে।.... আমাদের প্রত্যেকের ভেতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন।.... আত্মায় বিশ্বাসী হইতে হইবে। নচিকেতার মত বিশ্বাসী হও।" তবে শুধুমাত্র প্রধানমন্ত্রী মোদী কিংবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না, কেন্দ্র এবং রাজ্যের বহু নেতা নেত্রী স্বামী বিবেকানন্দকে তাঁর জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজের টুইটার অ্যাকাউন্টে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে একটি ছবি পোস্ট করলেন। সেই ছবিতে স্বামীজীর মহান বাণী জ্বলজ্বল করছে, 'ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।'
টুইট করলেন বিজেপি নেতা তথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে অমিত শাহ লিখলেন, 'প্রত্যেক ভারতীয়ের প্রেরনাস্রোত যুগপ্রবর্তক স্বামী বিবেকানন্দ সারাবিশ্বে ভারতীয় সংস্কৃতির মূল্যকে পল্লবিত করেছিলেন। তাঁর দর্শন এর মাধ্যমে ভারতের যুব সমাজকে তিনি দেশ গড়ে তোলার লক্ষ্যে উজ্জীবিত করেছিলেন। এই মহামানবের জন্মদিবসে তাঁকে কোটি কোটি প্রণাম।' বিজেপির বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারও আজকের দিনে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানালেন।
অন্যদিকে, আজকের দিনে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় ৩০,০০০ করোনাভাইরাস টেস্ট করিয়ে নজির গড়লেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে নতুন উদ্যমে ডায়মন্ডহারবারকে গড়ে তোলার লক্ষ্যে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পথে পথে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন অভিষেক। তাঁর সঙ্গেই ছিল কড়া করোনাভাইরাস বিধি নিষেধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে আজ শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় ৩০,০০০ করোনা টেস্ট করালেন, যা প্রত্যক্ষভাবে সাড়া ফেলে দেওয়ার মত একটি পদক্ষেপ। এছাড়াও, আজকের দিনে প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর শুভ কামনা করে টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার এই কর্মসূচিকে সামনে রেখেই টুইট করে তাকে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। স্বামীজির জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর ৩০,০০০ করোনা টেস্ট করার এই কর্মসূচিকে কুর্নিশ জানালেন কুনাল।