একমঞ্চে মোদী-মমতা? বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে এমন ঘটনা ঘটার সম্ভাবনা
বিশ্বভারতী তরফে আমন্ত্রণ জানানো হয়েছে দুজনকেই
৮ পৌষ বা ২৪ ডিসেম্বর ফের মঞ্চ ভাগ করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন পৌষ উৎসব নিয়ে হওয়া বৈঠকের পর বিশ্বভারতী তরফে জানানো হয়েছে আগামী ৮ পৌষ আম্রকুঞ্জে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যপাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী—দেরও আমন্ত্রণ জানানো হয়েছে। ৮ তারিখ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সকাল ৮:৩০ টায় শুরু হবে, চলবে ২ঘণ্টা। করোনা কারণে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে।
বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এইবছর পৌষ মেলা হচ্ছে না। কিন্তু পৌষ উৎসব হবে।
ভোটের আগে বিজেপি যখন রাজ্যবাসীর মন টানতে উদগ্রীব তখন রবি ঠাকুরের জায়গায় পাওয়া আমন্ত্রণ রাজনৈতিকভাবে কিভাবে কাজে লাগান প্রধানমন্ত্রী সেটাই দেখার। নাকি রাজনীতির কোনো বাঁধ থাকবে না? ২৪ তারিখ বোঝা যাবে সবটা।