আজ ফের রাজ্যে মোদী
তৃতীয় দফার নির্বাচনী প্রচারে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দফার নির্বাচনী প্রচারে ফের রাজ্যে আজ মোদী। হুগলির হরিপাল এবং দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে সভা করবেন। উল্লেখ্য, গত পরশু ১ এপ্রিল রাজ্যে এসেছিলেন মোদী। দ্বিতীয় দফায় নন্দীগ্রামে নির্বাচনের দিন ঘোষণা করেছিলেন 'দিদি' এবার হারছেন। আজকের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আবার কী বলেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। এ নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছেন না। তাঁরা ব্যঙ্গের ছলে বলছেন প্রধানমন্ত্রী এখন ডেইলি প্যাসেঞ্জারি করছেন। ব্যঙ্গ পাল্টা ব্যঙ্গে উত্তপ্ত বাংলার রাজনীতি।
অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ চারটি সভা করছেন। উত্তরবঙ্গ সফর সেরে দক্ষিণবঙ্গের প্রচারে জোর দিয়েছেন বলে সূত্রের খবর। আজ দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘী, কুলপি, ক্যানিং পশ্চিমে সভা রয়েছে। এরপর হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভায় অংশ নেবেন। সব শেষে হাওড়া সদরে মন্ত্রী অরূপ রায়ের সমর্থনে রোড শোয়ে অংশ নেবেন।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আজ রাজ্যে প্রচারে আসছেন। হাওড়ার উলুবেড়িয়া এবং সালকিয়াতে রোড শো করবেন। তারপর দক্ষিণ ২৪ পরগণার ফলতা ও কুলতলিতে জনসভা করবেন যোগী আদিত্যনাথ।