প্রচারে বেরিয়ে হুমকির মুখোমুখি নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী মীনাক্ষি মুখার্জি।

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/03/2021   শেষ আপডেট: 28/03/2021 3:58 p.m.
-

"আপনি ভোট টানলে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে"

নির্বাচনী প্রচারে বেরিয়ে কার্যত হেনস্থার মুখোমুখি হলেন নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী মীনাক্ষি মুখোপাধ্যায়। শনিবার ৩০ আসনে প্রথম দফা নির্বাচন চলাকালীন নন্দীগ্রামের দাউদপুরে প্রচারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সিপিআইএম নেতৃত্বের স্পষ্ট অভিযোগ দাউদপুরের স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রার্থীকে প্রচারে বাধা দিয়েছে এবং আঙুল উঁচিয়ে রীতিমতো হুমকি দিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী মীনাক্ষি মুখার্জি বেশ কিছু কর্মী সমর্থক নিয়ে দাউদপুরে উপস্থিত হন এবং প্রচার কাজ শুরু করেন। এমন সময় এক বাইক বাহিনী এসে সিপিআইএম কর্মী সমর্থকদের উপর চড়াও হন। তাদের পরিষ্কার দাবি মীনাক্ষি মুখার্জি এখানে কোন নির্বাচনী প্রচার করতে পারবেন না। সিপিআইএম সূত্রে খবর, স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আব্বাস বেগ নামে একজন ব্যক্তি মীনাক্ষি মুখার্জিকে প্রচারে বাধা দিয়েছেন। সেই পঞ্চায়েত সদস্য মীনাক্ষি মুখার্জিকে বলেন, "২৭৩ টা বুথ আছে আপনি অন্য বুথে যান। আমি অনুরোধ করছি, আপনি এখানে আসবেন না। গণতান্ত্রিক দেশ প্রচার করতে পারবেন, কিন্তু আপনি ভোট টানলে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে।"

ঠিক এর পরই সেই ব্যক্তি আঙুল উঁচিয়ে হুমকি দেন, "আমি যদি জানতাম আপনি আসবেন ভয়ঙ্কর পরিস্থিতি হত।" এই কথার পর কার্যত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতা সেখ সুফিয়ান বলেন, "তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দলকে কোন প্রকারে বাধা সৃষ্টি করেনি, প্রতিবন্ধকতা করেনি। কে করেছে কে-বা করেছে তা আমরা জানি না। যে যার গণতান্ত্রিক অধিকার আছে ভোট প্রচার করার।

একজন মহিলা ভোট প্রার্থীর উপর এ ধরণের আচরণে কার্যত হতবাক রাজনৈতিক একাংশ। তাদের স্পষ্ট বক্তব্য একজন মহিলা প্রার্থীর উপর এ ধরণের আচরণে আমরা আতঙ্কিত। রাজ্যের আইন - শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএম জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেছেন, "এ নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে ভিডিও ফুটেজসহ অভিযোগ জানিয়েছি। কমিশন কোন ব্যবস্থা না নিলে আমরা উচ্চতর আন্দোলনে যাব।"