মণীশ শুক্ল খুনে দুই তৃণমূল বিধায়কের যোগ থাকার দাবী করলেন অর্জুন সিং
CID এবং রাজ্য প্রশাসন ঠিক কাজ করছে না - বললেন অর্জুন
গত রবিবার টিটাগরে প্রকাশ্য রাস্তায় খুন হন বিজেপি নেতা মনীশ শুক্ল। ঘটনার পরের দিনই এই মামলার তদন্তভার সিআইডি-র হাতে হস্তান্তরিত করে রাজ্য প্রশাসন। তদন্তে এই খুনে স্থানীয় বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের যোগ থাকার আভাস পাওয়া যায়। অর্জুন যাবতীয় অভিযোগ অস্বীকার করে দাবী করেছেন তাঁকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য পুলিশ এবং তদন্তকারী সংস্থা।
আরও পড়ুন
তাঁর দাবী এখনও যাদের গ্রেফতার করা হয়েছে তাঁরা শুধুই খুনী। কিন্তু এই খুনের ষড়যন্ত্রে দুই তৃণমূল বিধায়ক জড়িত। এই ষড়যন্ত্রে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত জড়িত বলে দাবী অর্জুনের। তাঁর দাবী নির্মল ঘোষ আগেই জানতেন যে খুন হতে চলেছে মণীশ।