মমতার শপথ গ্রহণ অনুষ্ঠান আড়ম্বরহীন, নবান্নে দেওয়া হবে গার্ড অফ অনার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/05/2021   শেষ আপডেট: 05/05/2021 9:23 a.m.
facebook.com/MamataBanerjeeOfficial

অনুষ্ঠানে আমন্ত্রিত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সৌরভ গঙ্গোপাধ্যায়

দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ফের ক্ষমতায় তৃণমূল। আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গতবারের চেয়ে এবারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আড়ম্বরহীন।কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে অল্পসংখ্যক অতিথি নিয়ে আজ তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা পেয়েছেন। এমনকি ২০২৪-এ নরেন্দ্র মোদীর প্রধান বিরোধী মুখ মমতা বলে ভাবতে শুরু করেছেন অনেকেই। তবে বর্তমান পরিস্থিতিতে সবকিছুকে দূরে সরিয়ে কোভিড মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তে চান হবু মুখ্যমন্ত্রী।

তৃণমূল সূত্রে খবর, আজ জনা পঁচিশেক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান। সূত্রের খবর, সকাল ১০ টা নাগাদ নিজের বাসভবন থেকে রাজভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন মমতা। পৌনে বারোটা নাগাদ রাজভবনের থ্রোন হলে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে এক চা-চক্র অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী। তারপরই মমতা রওনা দেবেন নবান্নের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী কার্যালয়ে প্রবেশের আগে রাজ্য পুলিশের তরফে দেওয়া হবে গার্ড অব অনার। এর পর তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বসবেন নীল বাড়িতে।

আজকের এই শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে তাঁর শারীরিক অসুস্থতার জন্য তিনি থাকতে পারবেন না বলে সূত্রের খবর। এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। তাছাড়া আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রমুখদের। মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাজ হবে রাজ্যের কোভিড মোকাবিলা করা। তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নবান্নে পৌঁছে রাজ্যের আধিকারিকদের সঙ্গে কোভিড মোকাবিলা কিভাবে করা যায় সে বিষয়ে বিশেষ আলোচনায় যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।