"দু-চারটে বিধায়ক কেনা মানে তৃণমূলকে কিনে নেওয়া নয়", বোলপুর থেকে বিজেপিকে কটাক্ষ মমতার
বিজেপি বাংলার সংস্কৃতিকে ভাঙার চক্রান্ত করছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
একুশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। তারমধ্যে নির্বাচনের প্রাক্কালে দলবদলের খেলা চরম অস্বস্তিতে ফেলছে বাংলা শাসক শিবিরকে। বিরোধীপক্ষ গেরুয়া শিবির বারংবার তৃণমূলকে দলবদলের প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করছে। আজ বোলপুরের সভা থেকে তারই প্রত্যুত্তরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একাধারে পদ্ম শিবিরের নেতাদের উদ্দেশ্যে যেমন পাল্টা জবাব দিয়েছেন ঠিক তেমনই বহিরাগত তথ্য নিয়ে বিরোধীকে কাঠ গড়ায় তুলেছেন। সেই সাথে তিনি বলেছেন, "ধান্দাবাজ লোকেদের বিরুদ্ধে প্রাচীর গড়ে দাও। এই বাংলা ওদের দিয়ে সোনার বাংলা করার প্রয়োজন নেই।"
এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির দল বদল প্রসঙ্গ নিয়ে বিদ্রূপের পাল্টা জবাব দিয়ে বলেছেন, "বিজেপি দু চারটে বিধায়ক কিনে নিয়ে ভেবেছে তৃণমূলকে কিনে নিয়েছে। কিন্তু এরকম ভাবে তৃণমূলকে কেনা যায় না। আমাদের তৃণমূল দল একটা বটবৃক্ষ। এত সহজে এটাকে ভাঙা যাবে না। আর ওদের দলের পতাকা বহন করে তো এজেন্সি লোকেরা।" সেইসাথে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছে, "বিজেপি বাংলায় এসে বাংলার সংস্কৃতিকে ভাঙার চক্রান্ত করছে।"