৭০ PSA অক্সিজেন প্ল্যান্টের বদলে তৈরি হচ্ছে ৪, অভিযোগ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
কেন্দ্র বাংলার জন্য ৭০ অক্সিজেন প্ল্যান্ট তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল
করোনা ভাইরাসের (Corona Virus) প্রভাবে রীতিমতো নাজেহাল গোটা দেশ। দেশের অন্যান্য রাজ্যগুলির মতোই বেহাল দশা বাংলাতে। এখানে প্রায় প্রতিদিন ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন এবং দৈনিক মৃত্যু সেঞ্চুরি ছাড়িয়ে গিয়েছে। মাঝে মাঝে বাংলাতেও অক্সিজেনের ঘাটতিতে করোনা রোগীর জীবন বিপদাপন্ন হচ্ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ফের অক্সিজেন ঘাটতি ইস্যুতে চিঠি লিখলেন নবনির্বাচিত তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি চিঠিতে নির্দিষ্ট অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, "অক্সিজেন সংকট মেটাতে রাজ্যকে ৭০ টি প্রেসার অবজার্ভিং (PSA) অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত মাত্র ৪ টি প্লান্ট তৈরির অনুমতি পাওয়া গেছে। কেন্দ্রের সাথে রাজ্যের সমন্বয়ের অসুবিধা হচ্ছে।"
চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন, "কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে সমন্বয়ের অভাব হচ্ছে। কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে মোকাবিলা করতে গেলে সমন্বয় দরকার। এইচ পিএসএ প্ল্যান্টগুলি তৈরির দায়িত্ব যে সমস্ত কেন্দ্রীয় এজেন্সি রয়েছে তারা তাদের কাজে ঢিলেমি করছে। দয়া করে কেন্দ্রীয় এজেন্সিগুলোর সাথে কথা বলে সমস্যার সমাধান করুন।" আসলে অক্সিজেন সংকট মেটাতে দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে পিএসএ প্ল্যান্ট তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। কিন্তু বাংলার জন্য এই প্ল্যান্ট তৈরি করে দেওয়ার কথা DRDO ও NAHI এর। প্রধানমন্ত্রী শুরুতে বাংলার জন্য ৭০ টি প্লান্ট এর প্রতিশ্রুতি দিলেও এখনো পর্যন্ত মাত্র ৪ টি প্ল্যান্ট তৈরি হয়েছে।