আগামী ৫ই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য-বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
অর্থমন্ত্রী অমিত মিত্রের অসুস্থতায় নয়া দায়ভার নিলেন মুখ্যমন্ত্রী নিজেই, থাকবে কি নতুন চমক?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের তত্ত্বাবধানে কেন্দ্রীয় সরকারের বাজেট পেশ করার পর এবার পালা রাজ্য সরকারের বাজেট ঘোষণার। তবে বাংলার অর্থমন্ত্রী নন, এবার ময়দানে নামবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের শারিরীক অসুস্থতায় তিনি চিকিৎসকদের পরামর্শ মাফিক বাইরে বেরোবেন না। তাই মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অধিবেশনে বাজেট পড়ার সম্ভাবনা জোরালো। আগামী ৫ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশনেই বিজনেস অ্যাডভাইসরি কমিটির অনুমতি চাওয়া হবে। তবে বিধানসভার অধ্যক্ষের কর্তৃত্বাধীনে মুখ্যমন্ত্রীর বদলে অন্য কোনো মন্ত্রীও পড়তে পারেন বাজেট।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভূমিকায় খুব একটা দেখা না গেলেও এবারের পরিবর্তিত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ভোট অন অ্যাকাউন্টের জন্য বিশেষ আলোকপাত করা হবে ৫ই ফেব্রুয়ারির বাজেটে। তার জন্য সারা বছরের জন্য পরিকল্পনা গৃহীত হলেও বিশেষ খরচের অনুমোদন থাকবে বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী তিন মাসের জন্য। নবান্ন সূত্রর খবর, অর্থমন্ত্রী অমিত মিত্র আগেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে চিঠি দিয়েছেন এবারের বাজেট পড়া থেকে নিজেকে অব্যহতি দেবার কথা জানিয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন, সেটিও উল্লেখ করেন চিঠিতে। একইসাথে মুখ্যমন্ত্রী নিজে যাতে এবারের রিজ্য বাজেট পেশ করেন, সে ইচ্ছাও প্রকাশ করেছেন। এই বাজেটে কোনো বিশেষ ঘোষণা থাকতে পারে, এমনটাই মনে করছেন বাংলার রাজনৈতিক মহল।