"মাটি কামড়ে পড়ে থাকবেন", কর্মীদের বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/04/2021   শেষ আপডেট: 29/04/2021 6:49 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial

দলীয় কর্মী এবং পোলিং এজেন্টদের সাথে আগামীকাল ভার্চুয়াল বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অবশেষে আজ বৃহস্পতিবার ২৯ এপ্রিল শেষ হলো বাংলা বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। আজ ছিল অষ্টম দফা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। মোট ৪ জেলার ৩৫ আসনে আজকে ভোট গ্রহণ হয়েছে। এই ৮ দফা নির্বাচনের অগ্নিপরীক্ষার ফল বেরোবে আগামী রবিবার অর্থাৎ ২ মে তারিখে। তার আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন যে দলীয় কর্মীদের নিয়ে তিনি শনিবার বৈঠক করবেন। তবে সিদ্ধান্ত পরিবর্তন করে তিনি সম্প্রতি জানিয়েছেন আগামীকাল, শুক্রবার তিনি দলীয় প্রার্থী এবং এজেন্টদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করবেন। এই বৈঠক তিনি তার নিজের কালীঘাটের বাড়ি থেকে বসেই করবেন। দলীয় কর্মীদের উদ্দেশ্যে ইতিমধ্যেই মমতা বিধান দিয়েছে যে প্রথম দফায় ভোট গণনায় বিজেপি এগিয়ে থাকতে পারে। তাতে হতাশ হয়ে গণনাকেন্দ্র ছাড়বেন না। বরং মাটি কামড়ে পড়ে থাকবেন।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গণনাকেন্দ্রে বিজেপি গোলমাল করতে পারে বলে আশঙ্কা আছে। তাই কাউন্টিং এজেন্টদের সাথে সরাসরি কথা বলবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাদের পুরো ব্যাপারের খুঁটিনাটি বুঝিয়ে দেবেন। প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচন কমিশন আগামী ২ মে ভোটগণনার ক্ষেত্রে কোভিড বিধি হিসাবে একাধিক নিয়ম আরোপ করেছে। তারা জানিয়ে দিয়েছে যে, কোন প্রার্থী গণনা কেন্দ্রে আরটি পিসিয়ার টেস্টে কোভিড নেগেটিভ রিপোর্ট বা দুটি করোনা টিকার ডোজ না দেখাতে পারলে প্রবেশ করতে পারবেন না।