নিয়মিত টেট ও নিয়োগ চান মমতা বন্দ্যোপাধ্যায়, ফলপ্রকাশ হতেই মন্তব্য পর্ষদের
প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রোল নম্বর ও জন্মের তারিখ দিয়ে সার্চ করলেই মিলছে ফল
২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২১ সালের ৩১ জানুয়ারি টেট পরীক্ষা (TET Exam) হয়। আজ প্রকাশ হল পরীক্ষার ফল। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রোল নম্বর ও জন্মের তারিখ দিয়ে সার্চ করলেই মিলছে ফল। এদিন ফল প্রকাশের ঘোষণার পরেই পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান, "আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আইনি জটিলতা মুক্ত এবং ত্রুটিমুক্ত সর্বজন গৃহীত একটি স্বচ্ছ রেজাল্ট বার করতে। তার জন্য আমরা একটু সময় নিয়ে প্রথমে ড্রাফট বার করেছি। মতামত গ্রহণ করেছি। বিশেষজ্ঞের মতামত নিয়েছি। তারপর আমরা চূড়ান্ত ফল তৈরি করে প্রকাশ করেছি।"
প্রসঙ্গত, এ বছর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। ২০২১ সালের জানুয়ারিতে পরীক্ষা হয়। এগারো মাসের মাথায় প্রকাশ্যে এল ফল। পাশ করেছেন ৯৮৯৬ জন পরীক্ষার্থী। টেটের ফলাফল হাতে পেয়ে খুশি পরীক্ষার্থীরা। অর্থাৎ পাশ করা ৯৮৯৬ জন পরীক্ষার্থীরা এবার শিক্ষকতার জন্য আবেদন করার যোগ্য। যদিও নিয়ম অনুযায়ী নিয়োগের সিদ্ধান্ত নেয় রাজ্য। অর্থাৎ কোথায় কোন বিষয়ের জন্য কত শিক্ষক দরকার, তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি চান নিয়মিত টেট ও নিয়োগ হোক। এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য।