নেতাজী এবং বিবেকানন্দের বই এবার থেকে বাংলার পাঠক্রমে, নতুন ঘোষণা মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 24/01/2021   শেষ আপডেট: 24/01/2021 5:43 a.m.
রেড রোডে মমতা facebook@AITC Official

বিবেকানন্দের 'হিজ কল টু দ্য নেশন' বইটিকে পাঠক্রমে অন্তর্ভুক্ত করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু বই পড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিচার করা যাবে না, তাকে বোঝার জন্য প্রয়োজন মন দিয়ে অনুভব করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্ত্রে দীক্ষিত হয়ে এবারে বাংলার পাঠক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসুর দুটি বইকে বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করে দিলেন। তবে শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর নন স্বামী

শনিবার সকালে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে মমতা ব্যানার্জি উপস্থিত হয়ে নেতাজি মূর্তির পাদদেশে থাকা ছবিতে মাল্যদান করলেন। তারপর ঠিক দুপুর ১২:১৫ নাগাদ শঙ্খ বাজান মমতা। ঠিক সেই সঙ্গে একটি সাইরেন বেজে ওঠে। নেতাজির মূর্তির পাদদেশ পর্যন্ত তিনি একটি পদযাত্রা করেন। ওই পদযাত্রায় দেখা গিয়েছিল রাজ্যের একাধিক মন্ত্রী এবং আমলাদের। পরে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে একটি সভা করেন। সেখানে তিনি ঘোষণা করেন, নেতাজি হলেন আবেগ। তাকে অনুভব করা দরকার। নেতাজির নিজের লেখা তরুণের স্বপ্ন এবং সবুজের অভিযান সবাই মন দিয়ে পড়ুন। যদি নতুন প্রজন্ম এরকম কিছু বই না পড়ে, তাহলে তাদেরকে উদ্বুদ্ধ করুন। পাশাপাশি, আমাদের শিক্ষা দপ্তর এই বই দুটিকে বাধ্যতামূলক করে দেবে। পাশাপাশি স্বামী বিবেকানন্দের হিজ কল টু দ্য নেশন বইটিকেও অন্তর্ভুক্ত রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।