হালিশহরের নিহত বিজেপি বুথ সভাপতির স্ত্রীকে সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/01/2021   শেষ আপডেট: 08/01/2021 10:17 a.m.
facebook.com/MamataBanerjeeOfficial

সৈকতের স্ত্রী চাকরি পেলেন দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরে

গতবছরের ১২ ই ডিসেম্বর বিজেপির গৃহসম্পর্ক অভিযানে বেরিয়ে দুষ্কৃতীদের বেধড়ক মারের কবলে পড়ে প্রাণ হারান হালিশহরের সৈকত ভাওয়াল। তৃণমূল আশ্রিত গুন্ডারাই একাজে দায়ী বলে অভিযোগ করেন স্থানীয়রা। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সৈকতের স্ত্রী নবপর্ণার হাতে দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক।

ওই দিনের নৃশংস ঘটনার পর ২৪ ঘন্টার মধ্যেই গ্রেফতার করে পুলিশ এবং মাত্র তিন সপ্তাহের মধ্যে এমন একটি প্রাপ্তিতে স্বভাবতই অশেষ যন্ত্রনার মাঝেও কিছুটা স্বস্তি মিলেছে পরিবারে। দু বছরও হয়নি বিয়ে করেছিলেন সৈকত ও নবপর্ণা, এরই মাঝে এমন বিচ্ছেদে সহায় সম্বলহীন নবপর্ণা এমন একটি সুযোগ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের প্রতি। এছাড়াও হালিশহর পুরসভায় সৈকতের ভাই-এর চাকরির জন্য করা আবেদনও দ্রুত মঞ্জুর করা হবে বলেও জানান পার্থ ভৌমিক।