৩ সপ্তাহের ব্যবধানে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আগামী ৮ নভেম্বর কোচবিহারে মদনমোহনের রাস উৎসবের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী
মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM, Mamata Banerjee)। কাজেই উত্তরবঙ্গের আমেজ গরম। সূত্র বলছে, সব ঠিক থাকলে আগামী ৮ নভেম্বর কোচবিহারে মদনমোহনের রাস উৎসবের সূচনা করতে পারেন মুখ্যমন্ত্রী।
যদিও চলতি মাসে একের পর এক সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সফরের আগে দক্ষিণ ভারতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বুধবারই তামিলনাড়ুতে যাওয়ার কথা তাঁর। সেখানে দু’দিনের সফরের শুরুতেই তিনি যাবেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে। ফিরে এসে ৮ নভেম্বর কোচবিহার যাবেন মুখ্যমন্ত্রী। ২০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে উত্তরবঙ্গের কোচবিহার মদনমোহন মন্দিরের রাস উৎসব। আয়োজকরা চাইছেন মুখ্যমন্ত্রীর হাত দিয়েই রাস উৎসবের সূচনা হোক। আর তাতে সাড়া দিতেই কোচবিহারে পা রাখবেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত মাসেই উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাল নদীতে ভাসান চলাকালীন হড়পা বানে নিহতদের পরিবারের পাশে থাকা, আর্থিক সাহায্য এবং চাকরি প্রদানের পাশাপাশি জলপাইগুড়ি জেলায় একাধিক কর্মসূচি ছিল তাঁর।