দিল্লিতে গড়করির সঙ্গে বৈঠক মমতার, জানালেন রাজ্যে নতুন সড়ক ও উড়ালপুল তৈরির দাবি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/07/2021   শেষ আপডেট: 29/07/2021 4:53 p.m.
দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় facebook.com/AITCofficial/

মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের চতুর্থ দিনে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির সাথে বৈঠক করলেন

দিল্লি সফরে গিয়ে ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের বিভিন্ন দাবি-দাওয়া পেশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার ২৯ জুলাই দিল্লি সফরের চতুর্থ দিনে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির (Nitin Gadkari) সাথে দেখা করলেন তিনি। রাজ্যের সড়ক পরিবহন ব্যবস্থা নিয়ে একাধিক দাবি পেশ করেছেন বলে জানা গিয়েছে। আসলে পশ্চিমবঙ্গ উত্তর-পূর্ব ভারতের সাথে গোটা দেশের যোগাযোগের অন্যতম প্রধান সড়কপথ। তাই সেইসব দাবি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর সাথে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকের পর তিনি জানিয়েছেন, "গড়কড়ির সঙ্গে তাঁর ইতিবাচক আলোচনা হয়েছে। রাজ্যের সমস্যা খতিয়ে দেখে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। বাংলায় কি কি সমস্যা আছে তা খতিয়ে দেখতে রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এছাড়া রাজ্য মুখ্যসচিবের সাথে পরিবহন মন্ত্রকের আধিকারিকদের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।"

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ির কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক দাবি দাওয়া জানান। তারমধ্যে অন্যতম কয়েকটি হল:

১) প্রাকৃতিক দুর্যোগের জন্য বারংবার ক্ষতিগ্রস্ত হচ্ছে দীঘা ও সুন্দরবন অঞ্চল। বহু রাস্তা ধ্বংস হয়ে গেছে। তাই দীঘা এবং সুন্দরবনে একাধিক রাস্তা বানাতে হবে। এছাড়া গঙ্গাসাগরের জন্য ব্রিজ তৈরির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

২) রাজ্যের একাধিক জাতীয় সড়কের বেহাল দশা। সেগুলি দ্রুত মেরামত করার প্রয়োজন। এছাড়া একাধিক রাস্তা ক্ষেত্রবিশেষে সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

৩) কলকাতা জনসংখ্যা অনেক বেশি। মেট্রো পরিষেবা চালু হতে এখনও অনেক দেরি রয়েছে। তাই মানুষের সুবিধার্থে কলকাতায় উড়ালপুল তৈরি করার প্রয়োজন খুবই।

৪) বারাসাত বনগাঁর জন্য রাস্তা তৈরি করতে হবে। এই রাস্তা তৈরি হয়ে গেলে বনগাঁ পেট্রাপোল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে।

৫) শিলিগুড়ি সেবক রোডে বারবার ধস নামে। তাই এই এলাকায় বিকল্প এবং উন্নত রাস্তা তৈরি করতে হবে।