বিরসা মুন্ডার জন্মদিনে ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, কথা বললেন আদিবাসীদের সঙ্গে, ভাজলেন চপ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/11/2022   শেষ আপডেট: 16/11/2022 6:20 a.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

পূর্ব ঘোষিত কর্মসূচিতে ঝাড়গ্রাম গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এদিন ছিল আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিন। পশ্চিমবঙ্গে রাজ্য সরকার এই দিনটায় সকলের জন্য আগেই ছুটি ঘোষণা করে আদিবাসীদের নানান বার্তা দিয়েছেন। তারই অঙ্গ হিসাবে পূর্ব ঘোষিত কর্মসূচিতে ঝাড়গ্রাম গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে ফেরার মাঝেই একটি তেলেভাজার দোকানে গিয়ে নিজে চপ খান, সঙ্গীদেরও নিজে হাতে তুলে চপ খাওয়ান।

একটি আদিবাসী গ্রামে ঢুকে এক পরিবারের সঙ্গে কথা বলার সময় একটি মাস তিনেকের শিশুকেও কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। সেই ছবি টুইট করা হয়েছে তৃণমূলের পক্ষেও।

অন্যদিকে, ঝাড়গ্রাম জেলার অন্য প্রান্তে গোপীবল্লভপুরে এদিন বিরসা মুন্ডার জন্মদিন পালনের কর্মসূচিতে যান দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে সভার পাশাপাশি একটি আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারেন সুকান্তবাবু। পরিবারের সদস্যদের সঙ্গে ছবিও তোলেন।