বাড়ল ইমাম-মোয়াজ্জেমদের ভাতা, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/08/2023   শেষ আপডেট: 22/08/2023 9 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম–মোয়াজ্জেমদের সভা থেকে ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন ইমামরা মাসে ২,৫০০ টাকা করে ভাতা পেতেন। সেটা বেড়ে হল তিন হাজার টাকা। আর মোয়াজ্জেমরা ভাতা পেতেন মাসে এক হাজার টাকা করে। সেটা বেড়ে এবার থেকে দেড় হাজার টাকা হল। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে খবর, রাজ্যে প্রায় ৩০ হাজার ইমাম এবং ২০ হাজার মোয়াজ্জেম সরকারের থেকে এই আর্থিক সুবিধা পাবেন।

তবে বলাবাহুল্য, ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন যে, "পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হবে।"

সংখ্যালঘু সম্প্রদায়ের ইমাম ও মোয়াজ্জেমদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আর্জি, "আপনারা একটু দেখবেন যাতে অশান্তি না হয়। কাউকে যেন ভুলপথে চালনা করতে না পারে।"