"মহামারী" ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধক ওষুধ আছে কেন্দ্রের কাছে, অভিযোগ মমতার

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/05/2021   শেষ আপডেট: 20/05/2021 8:08 p.m.
নবান্নে মমতা facebook.com/MamataBanerjeeOfficial

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ব্ল্যাক ফাঙ্গাস রোগকে মহামারী হিসেবে ঘোষণা করেছে

দেশজুড়ে করোনা (Corona) সংক্রমনের বাড়বাড়ন্তের মাঝে নতুন করে বিপদ হিসাবে উপস্থিত হয়েছে এক ছত্রাকবাহিত রোগ। এই রোগটির নাম ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) বা মিউকারোমাইকসিস। এই রোগে আক্রান্ত হচ্ছেন বহু করোনাজয়ী মানুষ। এই রোগে মৃত্যু হয়েছে অনেকের। আপাতত রোগটি রাজস্থান (Rajasthan) এবং তেলেঙ্গানাতে (Telangana) মহামারী হিসেবে গণ্য করা হচ্ছিল। কিন্তু বেগতিক বুঝে কেন্দ্র সরকারের স্বাস্থ্যমন্ত্রক ব্ল্যাক ফাঙ্গাসকে "মহামারী" (Epidemic) হিসেবে ঘোষণা করছে। তারা আজ রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা জারি করে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, "মিউকারোমাইকসিস বা ব্ল্যাক ফাঙ্গাসকে ১৮৯৭ সালে মহামারী আইনের অন্তর্গত নোটিফায়েবল অসুখ হিসেবে নথিভুক্ত করা হোক। এই ধরণের রোগির হদিশ পেলেই সরকারিভাবে তার নাম নথিভুক্ত করতে হবে।"

অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এক বৈঠকে বলেছেন, "কোথা থেকে একটা ব্ল্যাক ফাঙ্গাস এসেছে। ইতিমধ্যে রাজস্থান মহামারী হিসেবে ঘোষণা করে দিয়েছে। আমাদের রাজ্যে চার জনের দেহে এই রোগের হদিস মিলেছে। এই রোগ হলে যে ওষুধ দেওয়া হবে তা পাওয়া যাচ্ছে না। এগুলি কেন্দ্রের ভান্ডারে থাকে। কেন্দ্রের ভূমিকা কোভিড পরিস্থিতিতে আরো সংকট তৈরি করছে।" এছাড়া মুখ্যমন্ত্রী এদিনকার বৈঠকে ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ১২-১৬ সপ্তাহ ব্যাবধানের প্রসঙ্গে গলায় সুর তুলেছেন। তিনি প্রশ্নের ভঙ্গিতেই বলেছেন, "টিকার যোগান নেই বলে কি ব্যবধান বাড়ানো হচ্ছে না এর পিছনে কোন বৈজ্ঞানিক মতামত আছে? ভেবেছিলাম আজ প্রধানমন্ত্রী বলবে। কিন্তু তিনি তো কিছুই বলতে দিলেন না।"