বাড়তে চলেছে ব্যাঙ্ক খোলা থাকার সময়সীমা : মমতা
দেখে নিন নতুন সময়সীমা
আজ পুলিশ দিবস উলপক্ষ্যে পানাগড়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজকে সেখান থেকে তিনি কেবল পুলিশদের সম্মানই জানালেন না, কোভিড পরিস্থিতিতে ব্যাঙ্ক খোলা থাকার সময় নিয়েও করলেন বড় একটি ঘোষণা।
পানাগড় থেকে এদিন তিনি জানান, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত ব্যাঙ্ক বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। করোনা পরিস্থিতি মাথায় রেখে এরাজ্যে এতদিন পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর দুটো পর্যন্ত গ্রাহকদের জন্য খোলা থাকত ব্যাঙ্কের বিভিন্ন শাখা। কিন্তু বর্তমানে পরিস্থিতি সামান্য হাতের নাগালে আসতেই নিয়ম শিথিল করে মুখ্যমন্ত্রীর এমন ঘোষণা।
রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়েও মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন এদিন। পানাগড় বাদে ৮৫০০ কোটি টাকা বিনিয়োগ হওয়ার কথা বলেন তিনি। তাঁর কথায় এতে প্রায় ২৫০০০ মানুষের কর্মসংস্থান হবে। পাশাপাশি শিল্পের খাতে দুর্গাপুর, জামুরিয়া, হাওড়া, জামালপুরেও ৪৫০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে বলে জানান তিনি।