পুজোর মুখে 'কল্পতরু' রাজ্য; বাড়ছে বেড ও নার্স সংখ্যা, কমছে খরচ
বাড়ছে আড়াই হাজার নার্স ও বেড, বেসরকারি হাসপাতালে করোনা টেস্ট ১৫০০ টাকায়
দুর্গাপুজোর মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের বিভিন্ন হাসপাতালে নতুন মোট ২৪৭৫ জন নার্স নিয়োগের পাশাপাশি প্রায় ৬০০ টি বেড বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও এবার বেসরকারি হাসপাতালে কোভিড পরীক্ষার খরচ ২২৫০ টাকা থেকে কমিয়ে ১৫০০ টাকায় বেঁধে দিল মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন
রাজ্যে কোভিড সংক্রমণের রেকর্ড হার দুশ্চিন্তায় ফেলেছে রাজ্য সরকারকে। তার ওপর, দুর্গাপুজোর পর সংক্রমণ লাগামছাড়া হবে বলে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক ও বিশেষজ্ঞমহল।
এই অবস্থায় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে রাজ্যের মানুষের জন্য 'পুজোর উপহার' বলে উল্লেখ করেছেন মুখ্যসচিব। এখন, রাজ্যের এই উদ্যোগে কোভিড পরিস্থতি নিয়ন্ত্রণে আসে কিনা সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।