৭২,০০০ কোটি টাকার বিনিয়োগ এবং লক্ষাধিক চাকরির ঘোষণা করলেন মমতা ব্যানার্জি, কাল্পনিক ঘোষণা বলে কটাক্ষ বিজেপির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/02/2021   শেষ আপডেট: 08/02/2021 11:08 p.m.
facebook@AITC Official

জানা যাচ্ছে ৩ লক্ষ ২৯ হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থান হতে চলেছে এবারে।

সম্প্রতি এক দিনে রাজ্যে বিনিয়োগ এসেছে ৭২ হাজার কোটি টাকার মতো। জানা যাচ্ছে ৩ লক্ষ ২৯ হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থান হতে চলেছে এবারে। নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, "আগামী দিনে শিল্প এবং কর্মসংস্থানের গন্তব্য হতে চলেছে বাংলা।" বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "এটা কাল্পনিক বিনিয়োগ।" নেতাজি ইন্ডোর স্টেডিয়াম এর অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, "৫৩টি প্রকল্পের উদ্বোধন করলাম। জানেন কত কোটি টাকার প্রকল্প? জানেন না তো? শিল্প এবং কর্মসংস্থানের সঙ্গে এর একটি বিরাট সম্পর্ক রয়েছে। পুরুলিয়া রঘুনাথপুর হতে চলেছে এবার একটি শিল্প নগরী। ক্লাবগুলোকে সাক্ষী রেখে আজ সব মিলিয়ে ৭২ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করা হলো। ৩ লাখ ২৯ হাজার ছেলে-মেয়ের কর্মসংস্থান হতে চলেছে।"

এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, "সম্ভাব্য বিনিয়োগ বলে নতুন শব্দবন্ধ তুলে আনছেন মুখ্যমন্ত্রী। ৭২,২০০ কোটি টাকার সম্ভাব্য বিনিয়োগের কথা ঘোষণা করলেন। সম্ভাব্য বিনিয়োগ হবে বলে কর্মসংস্থানের পরিসংখ্যান দিয়ে দেওয়া হল।"