ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই শ্রমিকদের মজুরি বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/02/2021   শেষ আপডেট: 27/02/2021 7:55 a.m.
facebook.com/MamataBanerjeeOfficial

৫৬,৫০০ শ্রমিকের উপকারে আসবে রাজ্যের এই নয়া পদক্ষেপ : মমতা

নির্বাচনের আগে আবার নতুন ঘোষণা করল রাজ্য সরকার। একেবারে নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার দিন নির্বাচন কমিশনারের ঘোষণার ঠিক পূর্বেই সাড়া জাগালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা। রাজ্যের দক্ষ, অল্পদক্ষ ও অদক্ষ শ্রমিক মিলিয়ে ৫৬,৫০০ জনের মজুরি বাড়ানো হবে।

রাজ্যের নানা প্রকল্পের সাথে জড়িত এই শ্রমিকদের মধ্যে ৪০,৫০০ জন অদক্ষ, ৮,০০০ জন অল্পদক্ষ ও ৮,০০০ জন দক্ষ শ্রমিক রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের অসংগঠিত ক্ষেত্রে করোনাকালে ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ৪৫,০০০ শ্রমিককে ১০০০ টাকা করে অর্থসাহায্য দেওয়ার কথা বাজেট পেশ করার সময়ই উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী এ নিয়ে টুইটে লেখেন, পশ্চিমবঙ্গের আর্বান এমপ্লয়মেন্ট প্রকল্পের অন্তর্গত দিনমজুরদের মজুরি বাড়ানো হচ্ছে। এখন অদক্ষ শ্রমিকরা দৈনিক ১৪৪ টাকার বদলে পাবেন দৈনিক ২০২ টাকা। অল্পদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ১৭২ টাকা থেকে বাড়িয়ে ৩০৩ টাকা করা হয়েছে। দক্ষ শ্রমিকরা দৈনিক পাবেন ৪০৪ টাকা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার ঠিক আগের মুহূর্তেই এরকম একটি পদক্ষেপ নিঃসন্দেহে শ্রমিকদের সন্তুষ্ট করবে, তবে এ সবকিছুই ভোটমুখী চাল, মনে করছে বিরোধীরা।