রাজ্যের মুকুটে নয়া পালক, জাতীয় স্তরে পুরস্কৃত হল রাজ্যের ৪টি ই-গর্ভনেন্স পরিষেবা
টুইট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী স্বয়ং
রাজ্যের মুকুটে জুড়ল নয়া পালক। সর্বভারতীয় স্তরে পুরস্কৃত হল রাজ্যের ৪টি ই-গর্ভনেন্স পরিষেবা। টুইট করে একথা জানালেন মুখ্যমন্ত্রী স্বয়ং। রাজ্য সরকারকে পুরস্কৃত করেছে কম্পিউটার সোসাইটি অব ইন্ডিয়া। আপ্লুত রাজ্য সরকার। এদিন টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে চালু করা হয় অভিযোগ পেয়ে সমাধানের পরিষেবা। যাতে ইতিমধ্যেই উপকৃত হয়েছেন বহু মানুষ। আর সেই পরিষেবার জন্যই এক্সেলেন্স পুরস্কার এল রাজ্যের ঘরে। এইসব পরিষেবায় যেসব কর্মীরা জড়িত তাদের সবাইকে শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অফিস থেকে চালু হয়েছে 'অভিযোগ পেয়ে তার সমাধান করা', মাইনর মিনারেল সাপ্লাই ম্যানেজমেন্ট সিস্টেম, অনলাইন খাদ্যসাথী এবং ইন্ট্রিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেমে রাজ্য যে পদক্ষেপ নিয়েছে, তা মূলত প্রশংসা কুড়িয়েছে জাতীয় স্তরে। রাজ্য সরকারকে এই পরিষেবাগুলির জন্য পুরস্কৃত করেছে কম্পিউটার সোসাইটি অব ইন্ডিয়া।