রাজ্যে বিজেপির প্রথম খুঁটি মাখরা গ্রামে আজ শুধুই তৃণমূলের পতাকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/12/2020   শেষ আপডেট: 15/12/2020 3:56 p.m.
-

দুধকুমার মণ্ডলও কি হারিয়ে গেলেন?

২০১১–তে তৃণমূল ক্ষমতায় আসার পর রাজ্য জুড়ে কেবল শাসক দলেরই রমরমা ছিল৷ সেই সময়ে, ২০১৪ নাগাদ কিছুটা ব্যতিক্রমী খবর হিসাবে কাগজের শিরোনামে প্রায়ই উঠে আসত বীরভূমের পাড়ুই থানা ও দুধকুমার মণ্ডলের নাম৷ বীরভূম জেলার বিজেপি সভাপতি দুধকুমার মণ্ডল সেই সময় রীতিমতো টক্কর দিয়েছিলেন জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের সঙ্গে৷ রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে বিজেপির পথহাঁটা শুরু হয়েছিল পাড়ুই থেকেই এবং সেই কাজ শুরু করেছিলেন দুধকুমার৷ আজ রাজ্য রাজনীতিতে আর পাড়ুইকে খুঁজে পাওয়া যায় না, হারিয়ে গেছে দুধকুমার মণ্ডলের নামও৷

সেই সময় পাড়ুইয়ের অখ্যাত মাখরা গ্রাম দখলকে কেন্দ্র করে বীরভূমে অনেক রক্ত ঝরেছে৷ দিনের পর দিন চলেছে দু’দলের মধ্যে বোমাবাজি ও গুলির লড়াই৷ ২০১৪–র অক্টোবর মাসে মাখরা দখলে অনুব্রত ও দুধকুমারের অনুগামীদের সংঘর্ষে নিহত হন বিজেপি সমর্থক সেখ তৌসিফ৷ যদিও পুলিশ ছিল নিষ্ক্রিয়৷ শাসকদলের নির্দেশেই এই নিষ্ক্রিয়তা কি না, তা নিয়ে প্রশ্ণ উঠে গিয়েছিল তৎকালীন পুলিশ সুপার অলোক রাজোরিয়ার বিরুদ্ধে৷ পরে অবশ্য এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছিল৷ এলাকা পরিদর্শনে আসা বিজেপির তিন কেন্দ্রীয় প্রতিনিধি ও তৎকালীন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে ১৪৪ ধারা লংঘনের অভিযোগে গ্রেপ্তারও করেছিল পুলিশ৷

এখন পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম৷ মাখরায় আর বিজেপির চিহ্ণ প্রায় খুঁজে পাওয়া যায় না৷ সেখ তৌসিফের শহিদ বেদিতে এখন ওড়ে তৃণমূলের দলীয় পতাকা৷ এমনই বোধহয় হয় রাজনীতিতে৷