করোনা পরিস্থিতিতে আট দফায় নির্বাচন একেবারে গণহত্যার সমান, টুইটারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দাগলেন মহুয়া
মহুয়া মৈত্র অভিযোগ করেন, করোনাভাইরাস পরিস্থিতি যখন এতটা খারাপ অবস্থায় চলে গেছে তখন কেন আট দফায় নির্বাচন করা হচ্ছে
দেশে করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে ইতিমধ্যেই। তাই এই পরিস্থিতিতে যদি নির্বাচন বাকি সমস্ত দফা নির্বাচনে একটি দফায় করার আর্জি নিয়ে প্রস্তাব দিয়েছিল তৃণমূল। কিন্তু এই পরিস্থিতিতেও সেই আবেদন খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। করোনাভাইরাস এর পরিস্থিতি যখন এতটা খারাপ অবস্থায় পৌঁছে গিয়েছে তখন কেন নির্বাচন এক দফায় নিয়ে আসা হচ্ছে না সেই নিয়ে গর্জে উঠেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া লিখলেন, মহামারীর সময় ৮ দফা নির্বাচন করা একপ্রকার গণহত্যার সমান। তার পাশাপাশি টুইটারে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ করেছেন।
করোনাভাইরাসের প্রকোপ ইতিমধ্যেই অনেকটা বেড়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। নির্বাচনী প্রচারে কোন রাজনৈতিক দল তাদের কর্মসূচি পরিবর্তন করছে না ফলে করোনাভাইরাস এর সমস্ত বিধি নিষেধ কিন্তু কেউ মানছেন না। এই পরিস্থিতিতে যাতে করোনা সুরক্ষা বিধি আরো কঠোরভাবে পালন করা যায় সেই নিয়ে রাজনৈতিক দলগুলিকে বার্তা দিতে চলেছে নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যাতে নির্বাচনী প্রচারে সমস্ত করোনা বিধি মেনে চলা হয়। হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছে, "সমস্ত রাজনৈতিক দল এবং প্রার্থীদের কাছে একান্ত অনুরোধ যেন তারা মাস্ক পরেন এবং দূরত্ব বৃদ্ধি সম্পূর্ণরূপে মেনে চলেন।" তারপরেই তৃণমূল কংগ্রেসের তরফে বাকি নির্বাচন একটি দফার মুখে সেরে ফেলার আর্জি জানানো হয়। কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে সেই আর্জি সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে।