রাজ্যে লোকাল ট্রেন তাহলে চলছেই না পুজোর আগে
রাজ্য সরকার আলোচনায় না বসায় সম্ভব নয় ট্রেন চালানো - রেল
রাজ্যে লোকাল ট্রেন চালানো নিয়ে খুবই উৎসাহী ছিলো ভারতীয় রেল। তারা রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে সবটা ঠিক করতে চেয়ে চিঠি দিয়েছিলো নবান্নে। কিন্তু নবান্নের পক্ষে সেই চিঠির কোনো উত্তর এলো না। ফলত পুজোর আগে রাজ্যে লোকাল ট্রেন চালানো সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হলো রেলের পক্ষে। রেলের দাবি সরকারের এই দায়ছাড়া মনোভাবের জন্যই লোকাল ট্রেন চালানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না তারা।
ট্রেন চালু না হওয়ার সিদ্ধান্ত জানিয়ে শিয়ালদহ ডিভিশনের বিভাগীয় রেল আধিকারিক এস পি সিং বলেছেন, তাঁরা বৈঠকের আহ্বান জানালেও রাজ্য কোনো উচ্চবাচ্য করেনি এই বিষয়ে। তাই এই সিদ্ধান্ত। বৈঠকের মাধ্যমে ঠিক হওয়া নির্দেশিকা মেনে ট্রেন চালাতে গেলে প্রস্তুতির জন্য অন্তত ১০ দিন সময় চাই রেলের। কিন্তু পুজোর আগে আর সেই সুযোগ নেই। তাই লোকাল ট্রেন না চালানোর এই সিদ্ধান্ত। আসলে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ছে রোজই। এর মধ্যে লোকাল ট্রেন চললে তা ভয়াবহ রূপ নেবে সেই আশঙ্কাতেই হয়তো ট্রেন চালানোর ব্যাপারে নিশ্চুপ রাজ্য।