বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, ভোগান্তির শিকার সাধারণ মানুষ
একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথও বাতিল করা হয়েছে
চলতি সপ্তাহ থেকে ফের বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Trains)। ভোগান্তিতে হাওড়া-বর্ধমান শাখার যাত্রীরা। সূত্রের খবর, ট্রেনলাইন এবং রেলসেতুতে কাজের জন্য ওই শাখার একগুচ্ছ লোকাল ট্রেন ১০ দিন ধরে বাতিল থাকবে। গতকালই নির্দেশিকা প্রকাশ করে এমনটা জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়াও একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বাতিল করা ছাড়াও কয়েকটি এক্সপ্রেস ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগেই বেশ কিছুদিন পাওয়ার ব্লকের কাজের জন্য হাওড়া-বর্ধমান রুটে বেশ কিছু লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছিল। এবার ফের সেই একই ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
যে যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, তা হল- হাওড়া থেকে বাতিল - ৩৬৮১১, ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৬৮২৯, ৩৬৮৪৯, ৩৬৮৫১, ৩৬৮৫৫, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬০৩৭, ৩৬০৮১, ৩৬০৮৩, ৩৬০৮৫, ৩৬০৮৭, ৩৬০১১, ৩৬০৭১ নম্বরের ট্রেন। অন্যদিকে, শিয়ালদহ থেকে ২টি, বর্ধমান ৭টি, চন্দনপুর এবং মশাগ্রাম থেকে বাতিল করা হয়েছে ৪টি করে ট্রেন।