একসঙ্গে ধূমপান, তারপর পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি, ভাটপাড়ায় ধুন্ধুমার কাণ্ড
শনিবার সকালের ঘটনায় চাঞ্চল্য, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ
উত্তর ২৪ পরগণার ভাটপাড়ায় (Bhatpara) শ্যুটআউটের ঘটনা। ১২ নম্বর ওয়ার্ডের বাকড়া মহল্লায় পরপর চলল গুলি। ইমারতি ব্যবসায়ী সালামউদ্দিন আনসারির মাথায় গুলি লাগে। সূত্রের খবর, কলকাতায় নিয়ে আসার পথেই মৃত্যু। ব্যক্তিগত আক্রোশ নাকি ব্যবসায়িক শত্রুতা খতিয়ে দেখছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার সকাল এগারোটা নাগাদ এলাকায় কয়েক জন যুবক আসে। সালামউদ্দিন আনসারির সঙ্গে হাসি-মস্করা চলে। তারপরেই আচমকা গুলি চালিয়ে চম্পট। ততক্ষণে মাটিতে লুটিয়ে সালামউদ্দিন আনসারি। এলাকার লোকজন বেরিয়ে আসার আগেই পগার পার দুষ্কৃতী দল। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে বলে খবর।
এমন ঘটনার কারণ কী খতিয়ে দেখছে পুলিশ। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কেন এমন ঘটনা স্পষ্ট নয়। ব্যক্তিগত আক্রোশ নাকি নেপথ্যে অন্য কোন কারণ খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। এর পেছনে রাজনীতির রং দেখছে বিজেপি। এলাকার সামগ্রিক পরিবেশ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশ।