প্রকাশিত হল রাজ্য সরকারের রিপোর্ট কার্ড
কোন ক্ষেত্রে কতটা উন্নয়ন হলো বিগত ১০ বছরে?
আসন্ন ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যখন প্রতিটি বিরোধী রাজনৈতিক দল নিজেদের অবস্থান পোক্ত করার কর্মযজ্ঞে নেমে পড়েছে, ঠিক এমনই সময়ে বিগত দশ বছরের নিজেদের উন্নয়নের হিসাব ও পরিসংখ্যান সমেত রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল। রাজ্য সরকারের প্রথম সারির সমস্ত নেতারা এদিন তৃণমূল ভবন থেকে জনগণকে অবগত করলেন নিজেদের প্রকল্পভিত্তিক কর্মসূচি ও তার বাস্তবায়নগুলির সম্পর্কে। দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে কতটা উন্নতিসাধন করেছেন বলে উল্লেখ আছে রিপোর্টে:
আরও পড়ুন
- মানুষের গড় আয় প্রায় দ্বিগুণ বৃদ্ধি ও রাজ্যের জিডিপি বৃদ্ধি পেয়েছে।
- কণ্যাশ্রী, সবুজ সাথী, মিড-ডে মিল ও নানাবিধ সরকারি সাহায্য এবং ৩০টি বিশ্ববিদ্যালয় ও ৫০টি কলেজ ও আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি শিক্ষাক্ষেত্রে বিপ্লব এসেছে।
- স্বাস্থ্যব্যবস্থায় স্বাস্থ্যসাথী কার্ড ও হাসপাতাল বৃদ্ধি, শয্যাবৃদ্ধি বিগত দশ বছরের প্রাপ্তি।
- আবাস যোজনায় নতুন ঘর গড়েছেন ৩৪ লক্ষ মানুষ এবং খাদ্যসাথীতেও উপকৃত হয়েছেন প্রায় কোটি কোটি মানুষ।
- নির্মল বাংলা প্রকল্পে শৌচালয় নির্মিত হয়েছে ঘরে ঘরে।
- রাস্তা, বিদ্যুত, পানীয় জলের পরিসেবা বেড়েছে।
- কৃষকবন্ধু প্রকল্পের দ্বারা আর্থিক লাভবান হয়েছেন চাষীভাইরা।
- রূপশ্রীতে শুধু বিয়ে নয়, পঞ্চায়েত স্তরে কর্মনির্ভর হয়েছে বাংলার মেয়েরা।
- একশো দিনের কাজে এগিয়ে বাংলা ও ক্ষুদ্র ব্যাবসাতেও লাভবান হয়েছেন অনেকে।
- তপশিলি ও পিছিয়ে পড়া জনজাতির জন্য এবং প্রবীণদের পেনশনেও বাংলা সর্বাগ্রে।
এছাড়াও সামাজিক সুরক্ষা প্রকল্পের কথাও পেশ হয়েছে রিপোর্টে। এই রিপোর্ট কার্ড সমেত আগামীকাল নিজ নিজ বিধানসভা কেন্দ্রে মিছিল করবেন বিধায়করা।