সভায় লোক হবে না বলে পালিয়ে গেল শুভেন্দু অধিকারী, কটাক্ষ কুণালের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/07/2022   শেষ আপডেট: 20/07/2022 8:25 p.m.
-

আগামী ২৭ জুলাই প্রতিবাদ সভার ডাক দিয়েছেন শুভেন্দু

শর্তসাপেক্ষে উলুবেড়িয়ায় বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। তবে এই অনুমতির পরেই উলুবেড়িয়ার সভা বাতিল করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একুশে জুলাই উলুবেড়িয়া সভা হবে না বলেই জানালেন তিনি। তবে একুশে জুলাই না হলেও, আগামী ২৭ জুলাই প্রতিবাদ সভার ডাক দিয়েছেন শুভেন্দু।

উল্লেখ্য, এদিন উলুবেড়িয়ার সভা নিয়ে একাধিক শর্ত আরোপ করে কলকাতা হাইকোর্ট।

● শর্তগুলি হল :

  1. আগামীকাল বিজেপিকে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সভা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট।

  2. বিজেপি জেলা অফিস সংলগ্ন মনসাতলা মাঠে করতে হবে সভা।

  3. হাওড়ার স্থানীয় মানুষ ছাড়া বাইরের লোক যেন সভায় না আসেন তা নিশ্চিত করবে বিজেপি।

  4. বৃহস্পতিবার সন্ধে সাড়ে ছ’টার পর থেকে মানুষ এবং গাড়ি সভাস্থলের উদ্দেশ্য যেতে পারবে।

  5. বৃহস্পতিবার সন্ধে ৬টার মধ্যে স্থানীয় থানাকে সভাস্থল সম্পর্কে অবগত করতে হবে। পুলিশ সভাস্থল পরিদর্শন করবে।

  6. জাতীয় সড়ক যাতে অবরুদ্ধ না হয় তা খেয়াল রাখতে হবে।

  7. সভাস্থলে সর্বোচ্চ ২০টি লাউডস্পিকার ব্যবহার করা যাবে।

হাইকোর্টের নির্দেশের পরেই সভা বাতিল করেছেন শুভেন্দু অধিকারী। হাই কোর্টের শর্ত নিয়ে উষ্মাপ্রকাশ করেন তিনি। এদিকে এই সভা বাতিলের পরিকল্পনাকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কুণাল ঘোষ বলেন, “পায়ে পা দিয়ে ঝগড়া করতে গিয়েছিল বিজেপি। আদালত বিবেচনা করে বৃহস্পতিবার রাত ৮টা থেকে সভার অনুমতি দিয়েছিল। লোক হবে না বলে পালিয়ে গেল শুভেন্দু অধিকারী। মানসিক অবসাদ থেকে হাই কোর্টকে কটাক্ষ করছেন তিনি।"