দীর্ঘদিনের আইনী যুদ্ধে বড় জয় রাজ্য সরকারের, SSC নিয়োগে ছাড়পত্র কলকাতা হাইকোর্টের
রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্ট উচ্চ প্রাথমিক নিয়োগে চাকরিপ্রার্থীদের বয়সে ৫ বছর ছাড়ের পরামর্শ দিয়েছে
দীর্ঘদিন জটিলতার পর অবশেষে উচ্চ প্রাথমিক শিক্ষক (Upper Primary Recruitment) নিয়োগে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) বড়সড় জয় পেল রাজ্য সরকার। আজ অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এবার ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য আবেদনকারীদের হাতে নিয়োগপত্র তুলে দিতে পারবে রাজ্য সরকার। অভিযোগগুলির নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) ওপর। আগামী ১২ সপ্তাহের মধ্যে কমিশনের সচিব পর্যায়ের আধিকারিকদের তা নিষ্পত্তি করতে হবে বলে জানিয়ে দিয়েছেন হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছিল পরীক্ষার্থীরা। সেই মামলার শুনানিতে হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ার স্থগিতাদেশ দিয়েছিল। তবে সমস্ত জটিলতা কাটিয়ে গতকাল এসএসসি বোর্ড নতুন করে নাম ও নম্বর সহ নতুন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করে। তার ফলেই আজ হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
সেইসাথে ২০১৬ সাল থেকে এই জটিলতা শুরু হওয়ার কারণে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিপ্রার্থীদের বয়সের ক্ষেত্রে পাঁচ বছর ছাড়ের পরামর্শ দিয়েছেন। আইনি জটিলতার কারণে দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গতকাল নম্বরসহ ইন্টারভিউ লিস্ট প্রকাশ করার পরও অনেক আবেদনকারী অস্বচ্ছতার অভিযোগ জানিয়ে সকালে সল্টলেকে এসএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিল। সেই প্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন যে তালিকা প্রকাশের কোনো অভিযোগ থাকলে তার সমাধান করবে কমিশন। কারুরঅভিযোগ থাকলে দুই সপ্তাহের মধ্যে কমিশনের কাছে জানাতে হবে। সেই অভিযোগ খতিয়ে দেখবেন সচিব পর্যায়ের আধিকারিকরা। অভিযোগ পাওয়ার ১০ সপ্তাহের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। তা না হলে আবেদনকারীরা আদালতের দ্বারস্থ হতে পারে। অবশ্য যদি কেউ অকারণ অভিযোগ করে তাহলে তাকে জরিমানা করা হবে।