অবসরের পরেও সরকারি আবাসন আটকে রাখলেই সরাসরি উচ্ছেদ, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 29/09/2021   শেষ আপডেট: 29/09/2021 4:37 p.m.
কলকাতা হাইকোর্ট

অবসরের পর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সরকারী আবাসনের সুবিধা নিতে পারবেন সংশ্লিষ্ট কর্মচারী

সরকারি আবাসন এবং তার দখলদারি নিয়ে রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার থেকে রাজ্যের সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা এখনও পর্যন্ত সরকারি আবাসন দখল করে রয়েছেন, তাঁদের উচ্ছেদ করতে পারবে রাজ্য সরকার। বুধবার এমন নির্দেশই জারি করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ।

এদিন শুনানিতে বিচারপতি জানতে চান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিজস্ব বাসস্থান না থাকলে সেক্ষেত্রে আবাসনে থাকার জন্য রাজ্য সরকারের কি কোনও নির্দেশিকা আছে? এর উত্তরে রাজ্যের তরফ থেকে জানানো হয়, অবসরপ্রাপ্ত কর্মীরা আবাসনে থাকলেও বাজারদর অনুযায়ী তাঁদের মাসিক ভাড়া দিতে হত। তবে এ সংক্রান্ত কোনও নির্দেশিকা প্রদানে ব্যর্থ হয় রাজ্য সরকার। তার পরিপ্রেক্ষিতে রাজ্যকে আগামী ২৯শে নভেম্বরের মধ্যে বিস্তারিত তথ্য আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয় এদিন।

এদিনের শুনানিতে হাইকোর্ট জানায়, অবসরের পর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কোনও কর্মচারী সরকারি আবাসনে থাকতে পারেন। এই সময়সীমার মধ্যেই তাঁকে নিজস্ব বাসস্থানের ব্যবস্থা করে নিতে হবে। কিন্তু আদতে তা একেবারেই মানা হচ্ছে না। এবিষয়ে আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯শে নভেম্বর।