জলে ডুবে মৃত্যু হল ভাই-বোনের, শোকের ছায়া কালনায়
দুই সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা
কাজের সূত্রে বাইরে বেরিয়েছিলেন বাবা-মা দুজনেই। সেই ফাঁকে বাড়ির বাইরে খেলতে খেলতে পুকুরে ডুবে মৃত্যু হল ভাই-বোনের। ঘটনায় কালনার নান্দাই এলাকায় শোকের ছায়া। মৃত দুজনের নাম দীপ টুডু এবং দেবিকা টুডু। একজনের বয়স আড়াই বছর, অপরজন সাড়ে তিন বছরের। এলাকার বাসিন্দাদের তরফে খবর, প্রতিদিনের মতোই এদিন সকালেও দীপ-দেবিকার বাবা-মা কাজে বেরিয়ে গিয়েছিলেন।
বেলার দিকে প্রতিবেশী বিকাশ সোরেন দেখেন, পুকুরে কিছু একটা ডুবছে। জলে নেমে দেখেন, খুদে দেবিকা জলে পড়ে গিয়েছে। তাকে জল থেকে তুলে আনতেই দীপের দিকেও নজর পড়ে বিকাশবাবুর। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় দু'জনকেই। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন বাবা-মা।
বাবা জনা টুডু এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আমি ও আমার স্ত্রী কাজে গিয়েছিলাম। এক কাকিমা এবং আমাদের বড় মেয়ে বাড়িতে ছিল। তার মধ্যে এই ঘটনা ঘটে গেল। কীভাবে এই ঘটনা ঘটল, তা আমরা জানি না।"