চন্দননগর থেকে কৃষ্ণনগর, জগদ্ধাত্রী পুজোয় থাকবে বিবিধ প্রকার থিমের বাহার
সাবেকিয়ানা থেকে ভাবনার নতুনত্ব, কী কী ভাবে সেজে উঠবে জগদ্ধাত্রী পুজোর থিম?
উৎসবপ্রিয় বাঙালি এই মুহূর্তে মেতে উঠেছেন মা জগদ্ধাত্রীর আরাধনায়। দুর্গা পুজো, কালী পুজোর মতই বেশ কিছু জায়গা হয়ে উঠেছে জগদ্ধাত্রী পুজোর প্রাণকেন্দ্র। এই ক্ষেত্রে প্রথমেই মনে পড়ে চন্দননগরের নাম। যদিও চন্দননগরকে টেক্কা দিতে প্রস্তুত থাকে কৃষ্ণনগরও। কী কী চমক থাকছে এবারের পুজোয়? সন্ধান করল পরিদর্শক।
চন্দননগর চাউলপট্টি আদিমা- চন্দননগরের সবচেয়ে প্রাচীন পুজো চন্দননগরের চাউলপট্টি আদিমা। প্রায় তিনশো বছরের পুরনো এই পুজোর বিশেষত্ব হল প্রাচীন ঐতিহ্য। বরাবরের মতই এবারেও মায়ের অলঙ্করণে আছে সাবেকিয়ানা।
কানাইলাল পল্লী - চন্দননগরের কানাইলাল পল্লীর থিমে ধরা দিয়েছে এবার, প্রকৃতি মায়ের প্রতি দায়বদ্ধতা। নানা প্রাকৃতিক উপাদানসহ, প্রকৃতি মায়ের মূর্তির আদলে সেজে উঠেছে এই সংগঠনের থিম।
কৃষ্ণনগর গোলাপট্টি বারোয়ারী - অনেক সময় আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, সমাজ প্রদত্ত বিভিন্ন রকম অযৌক্তিক সীমানা। কখনও আমরা নিজেরাও নিজেদের মনগড়া গণ্ডিতে আটকে ফেলি। তাই কৃষ্ণনগর গোলাপট্টি বারোয়ারীর সদস্যরা এবার তাঁদের থিমে এনেছেন এক মন ছুঁয়ে যাওয়া ভাবনা। জীবনের অদৃশ্য সীমানা ভেঙে নিজেকে মুক্ত বিহঙ্গ রূপে প্রতিষ্ঠা করতে চাওয়ার ছবি ফুটে উঠবে মণ্ডপে।
কৃষ্ণনগর স্বীকৃতি ক্লাব - কৃষ্ণনগরের স্বীকৃতি ক্লাবের কর্মকর্তারা বরাবরের মত তাঁদের থিম নিয়ে বেশ অন্যরকম ভাবনা চিন্তা করেছেন। শান্তির বার্তা প্রদান করতে চান বলে মণ্ডপ সাজিয়েছেন চীনের এক বৌদ্ধ মন্দিরের আদলে।
ষষ্ঠীতলা বারোয়ারী - ভ্রমণপ্রেমী বাঙালির কাছে কৃষ্ণনগরের ষষ্ঠীতলা বারোয়ারীর জগদ্ধাত্রী পুজো হয়ে উঠবে একটি আকর্ষনের কেন্দ্র। কারণ বাঙালির এই মুহূর্তে অন্যতম প্রিয় জায়গা বোলপুর। সেই কথা মাথায় রেখে বোলপুরের বিখ্যাত সোনাঝুরি হাট হয়ে উঠেছে এই সংঘের মণ্ডপ সজ্জার উপজীব্য।
ঘূর্ণি বকুলতলা বারোয়ারী - কৃষ্ণনগরের ঘূর্ণি বকুলতলা বারোয়ারীতে মণ্ডপ পরিদর্শনে গেলে, ফিরে পাবেন এক টুকরো শৈশব। 'সহজপাঠ' থিমে সেজে উঠেছে মণ্ডপ। থাকবে প্রথম বর্নমালা চেনার প্রতিটি ধাপের চিত্র।
রাধানগর অন্নপূর্ণা বারোয়ারী - ইচ্ছা থাকলেও, অন্যান্য সমস্যার দরুন কাশী বিশ্বনাথের কাছে পৌঁছতে পারেন না অনেক তীর্থ-যাত্রী। তাই তাঁদের জন্য কৃষ্ণনগরের রাধানগর অন্নপূর্ণা বারোয়ারী নিয়েছে দারুন উদ্যোগ। এবারে তাঁদের থিম সেজে উঠেছে কাশী বিশ্বনাথের আদলে।