"পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করলে ভুল হবে না" বললেন অমিত শাহ
পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা অবস্থা যথেষ্ট উদ্বেগের: স্বরাষ্ট্রমন্ত্রী
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যাবস্থা নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উনি মনে করেন রাজ্যের গণতন্ত্র ভেঙে পড়েছে। রাজ্যে মাঝে মধ্যেই বোমা তৈরির কারখানা খুঁজে পাওয়ায় যথেষ্ট চিন্তায় তিনি। শনিবার একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে অমিত শাহ বলেন, "আমফানের পর রাজ্যে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এবং যেভাবে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে তা যথেষ্ট চিন্তার, এই দুর্নীতির বিরুদ্ধে বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই করবে। রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি।"
স্বরাষ্ট্রমন্ত্রী মনে করছেন এই সময়ে রাজ্যে যা পরিস্থিতি তাতে বিরোধীরা রাষ্ট্রপতি শাসনের আবেদন জানালে অবাক হওয়ার কিছু হবে না। বিরোধীরা আবেদন জানালে রাজ্যপালের থেকে রিপোর্ট চাইবে কেন্দ্র। এবং তার ভিত্তিতেই সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করলে ভুল হবে না।" ফলে ভোটের আগে স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথাগুলি যথেষ্ট চাপে রাখছে তৃণমূলকে।