লোকাল ট্রেন চালাতে আপত্তি নেই রেলের তরফে, রাজ্যের সিদ্ধান্তের জন্য অপেক্ষা
লোকাল ট্রেন চালানো বিষয়ে রাজ্যকে চিঠি দিলো ভারতীয় রেল
প্রায় ৭ মাস বন্ধ লোকাল রেল। ভুগছে যাত্রীরা। অনেক জায়গাতে বিক্ষোভও দেখা গেছে যাত্রীদের পক্ষে। দাবি একটাই, লোকাল ট্রেন চালাতে হবে। আজ নবান্ন কে একটা চিঠি দিয়ে ভারতীয় রেল জানালো তারা লোকাল ট্রেন চালাতে প্রস্তুত। তাদের দাবি নতুনের ধাঁচে, বিধি নিষেধ মেনেই ট্রেন চালানোর প্রস্তুতি নিয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ। তারা কলকাতা ও শহরতলি তে ট্রেন চালাতেও আগ্রহী।
কিন্তু রাজ্য সরকারের থেকে সবুজ সংকেত ছাড়া তা সম্ভব নয়। তাই রাজ্য প্রশাসনের সাথে রেল একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করতে আগ্রহী বলে জানিয়েছে আজকের পাঠানো চিঠিতে। রেল আলোচনার জন্য রাজ্য সরকারের থেকে সময় চেয়েছে।
আরও পড়ুন
মানে রাজ্য সরকারের সাথে আলোচনার মাধ্যমে রাজ্যে খুব দ্রুত লোকাল ট্রেন চলতে পারে বলে আশা করা যায়। যদিও নবান্নের পক্ষে এখনও কিছু জানানো হয়নি।