চিনের উপর চাপ; বঙ্গোপসাগরে ভারতীয় নৌসেনার শক্তি প্রদর্শন
আরব সাগরের পর এখানেও নৌসেনার মিসাইলের আঘাতে চুরমার জাহাজ
একদিকে লাদাখে ভারত চিন সীমান্তে উত্তেজনা প্রতিনিয়ত বাড়ছে। অন্যদিকে চিনকে চাপে রাখতে আমেরিকার প্রতিরক্ষা সচিব এবং বিদেশ সচিব ভারতে এসে প্রতিরক্ষা চুক্তি করে গেছেন। ভারত সম্প্রতি মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দাবি করতে শুরু করেছে। ফলে বহুমুখী চাপ তৈরি হচ্ছে চিনের উপর। এর মাঝেই শুক্রবার আবার শক্তি প্রদর্শন করলো ভারতীয় নৌসেনা। যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া মিসাইলে ধ্বংস হলো নৌসেনারই একটি পরিত্যক্ত জাহাজ।
এইদিন কি ধরনের ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে সেই বিষয়ে কিছু বলেনি নৌসেনা। একটি টুইট করে নৌসেনার পক্ষে বলা হয়েছে, 'বঙ্গোপসাগরে ভারতীর নৌসেনার গাইডেড মিসাইল করভেট আইএনএস কোরা থেকে একটি জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ দূরত্বে নিখুঁতভাবে আঘাত করে। হামলার লক্ষ্যে থাকা জাহাজটি ভেঙে গিয়ে আগুন ধরে যায়।' এর আগে গত ২৩ অক্টোবর আরব সাগরে মিসাইলের শক্তি পরীক্ষা ও প্রদর্শন করেছিলো নৌসেনা। ফলে জলপথে ভারতের শক্তি বৃদ্ধি কার্যত চিনকে চাপে রাখার কৌশল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।