আজ থেকেই রাজ্যজুড়ে বাড়বে তাপমাত্রা, সঙ্গে বৃষ্টির সম্ভাবনা
আজ থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
ভরা মাঘেও বৃষ্টি পিছু ছাড়ছে না রাজ্যের (West Bengal)। গতকাল উত্তরবঙ্গের দার্জিলিং (Darjeeling), কালিম্পং ও জলপাইগুড়ি জেলার বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি হয়েছে। আজ থেকে আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা রয়েছে, সাথে তাপমাত্রার (Temperature) পারদও চড়বে গোটা রাজ্যজুড়ে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩° সেলসিয়াস আর সর্বনিম্ন ১৫° সেলসিয়াস। আর্দ্রতা থাকবে প্রায় ৯৩ শতাংশ এবং হাওয়ার গতিবেগ ৭.৪ কিমি প্রতি ঘন্টা (Weather)।
আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে কুয়াশা থাকবে। অপরদিকে উত্তরবঙ্গে আবার বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিরও রয়েছে সম্ভাবনা। বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও। আজকের পর থেকে অনেকটাই তাপমাত্রার পরিবর্তন লক্ষ্যনীয় উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ দার্জিলিং ও সংলগ্ন জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৯-১১° সেলসিয়াস এবং সর্বনিম্ন ৩-৫° সেলসিয়াসের আশেপাশে থাকবে। উত্তরবঙ্গের ৫টি জেলা যথাক্রমে দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।