বড়দিনের জের, একদিনে কলকাতায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০০-র গণ্ডি
দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫৮
ওমিক্রন (Omicron) নয়, আপাতত ডেল্টা নিয়েই (Delta) মাথাব্যথা কেন্দ্রের। পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক তা বোঝাতে চাইলেও, দেশের অন্তত ১১ রাজ্যে ঢুকে পড়ে উদ্বেগ বাড়িয়েছে ওমিক্রন। ব্যতিক্রম নয় বাংলাও (West Bengal)। তার উপর বড়দিনের জেরে একদিনে কলকাতায় করোনাক্রান্তের সংখ্যা ছাড়াল ২০০-র গণ্ডি। কাজেই উদ্বেগের ভাঁজ চিকিৎসকদের মধ্যে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ পার করেছিল। তবে আজ দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৮।শুক্রবার বিকেলে কেন্দ্রের হিসাব বলছে, দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫৮ । যদিও এর মধ্যে ১১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশে এখন ওমিক্রন আক্রান্ত সক্রিয় রোগী ২৪৪। আক্রান্তের নিরিখে এগিয়ে মহারাষ্ট্র, এরপর দিল্লি। তবে এই আবহেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশে এখনও অধিকাংশ কোভিড রোগী করোনাভাইরাসের ডেল্টা রূপে আক্রান্ত। ডেল্টার স্থান এখনও দখল করতে পারেনি ওমিক্রন।
অন্যদিকে, শুক্রবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়েছেন ৫৫০ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২১৭ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে আক্রান্তের সংখ্যা ৮১। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৩৫। ফলে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ২৯ হাজার ৫৩০ জন।