রাগ থাকলে আপনার বাড়ি গিয়ে পা ধরে ক্ষমা চেয়ে আসবো, সভামঞ্চ থেকে বিনয়ের সুর মদনের গলায়
এছাড়াও তিনি শুভেন্দু অধিকারীকে বেইমান বলে কটাক্ষ করেছেন সভা মঞ্চ থেকে
আবারো বাঁকুড়ার সভা থেকে বিজেপি কে নিশানা করে মন্তব্য করলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। মদন এদিন শুভেন্দুকে বেইমান বলে কটাক্ষ করেছেন। এছাড়াও তার বক্তব্য, দলের নেতাকর্মীদের ভুলের জন্য প্রয়োজনীয় সমস্ত রাজ্যবাসীর কাছে গিয়ে ক্ষমা চাইবো। রবিবার মদন মিত্র বিজেপির কেন্দ্রীয় নেতাদের কটাক্ষ করে বলেছেন, "নাড্ডা দের জন্য গাড্ডা তৈরি হচ্ছে বাংলায়। এছাড়াও এনআরসি এবং সিএএ ইস্যু নিয়ে মন্তব্য করতে শোনা যায় মদনকে।
মদন এদিন বললেন, "এনআরসি এবং সিএএ অজুহাত দেখিয়ে আপনারা আপনাদের নিজেদের বাড়িতে থাকতে দেবেনা। অসমের মত গরীব মানুষের জমি লুট করবে বিজেপি।" এছাড়াও তিনি শুভেন্দু অধিকারীকে বেইমান বলে কটাক্ষ করেছেন। তিনি বলছেন, "একই পরিবারের দুজনকে সাংসদ, একজনকে বিধায়ক এবং একাধিক দপ্তরের মন্ত্রী করেছিলেন মমতা। তারপরও তিনি শত্রুর সঙ্গে আপোষ করেছেন। কর্মীরা তো কোনদিন মন্ত্রী হন নি। তাও হাজারো হাজারো কর্মী এখনো তৃণমূলের সঙ্গে পায়ে হাঁটছে। কারণ তারা বেঈমান নন।" এছাড়াও তিনি অনুরোধ করেছেন, "আমাদের উপরে রাগ থাকলেও তৃণমূলের উপরে অভিমান করবেন না। প্রয়োজন পড়লে আপনার বাড়ি বাড়ি গিয়ে পা ধরে ক্ষমা চেয়ে আসবো।"