প্রয়োজনে জারি হোক কড়া বিধিনিষেধ, পশ্চিমবঙ্গ সহ আট রাজ্যকে চিঠি কেন্দ্রের
কন্টেনমেন্ট জোন ও বাফার জোন তৈরির পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ
পর পর তিনদিন রাজ্যে (West Bengal) লাফিয়ে বেড়েছে করোনা সংক্রমণ (Coronavirus)। বুধবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১,১০০। যা মঙ্গলবারের চেয়ে প্রায় দ্বিগুণ। আজ সেই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা রাজ্য প্রশাসনের। শুধু পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও বেড়েছে সংক্রমণ। দেশে বাড়তে থাকা করোনা (Corona) সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। ইতিমধ্যেই সংক্রমণের শীর্ষে থাকা আটটি রাজ্যকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। চিঠি এসেছে পশ্চিমবঙ্গের কাছে। গত দু'সপ্তাহে কলকাতায় যে হারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, তাতে চিন্তিত কেন্দ্র। ইতিমধ্যেই কেন্দ্রের কড়া চিঠি এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের হাতে।
চিঠিতে গত দু'সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত বাড়ার তথ্য পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। নিউ ইয়ারের সেলিব্রেশন নিয়েও সতর্ক হতে বলা হয়েছে রাজ্যকে। দ্রুততার সঙ্গে সমস্ত রকমের জরুরি পদক্ষেপ যেমন বিধিনিষেধ অরোপ করা, পরীক্ষার হার বাড়ানো, কন্টেনমেন্ট জোন তৈরি, বাফার জোন তৈরি, টিকাকরণে জোর দেওয়ার মতোন একাধিক পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি, হরিয়ানা, তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাট, কর্ণাটক এবং ঝাড়খণ্ডকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে একলাফে ৩০ শতাংশ বেড়েছে করোনার সংক্রমণ। ওমিক্রন আতঙ্কের মাঝেই এমন সংক্রমণের পরিসংখ্যান দেখে কার্যত অস্বস্তিতে কেন্দ্র। অন্যদিকে, স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ২১২৮। পজিটিভিটি রেট এক ধাক্কায় বেড়ে দাঁড়িয়েছে ৫.৪৭ শতাংশে। একদিনে করোনার বলি ১২ জন।সূত্রের খবর, করোনা পরিস্থিতি নিয়ে শুক্রবার বৈঠকে বসতে চলেছে কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিস। কন্টেনমেন্ট জোন নিয়ে বৈঠক হবে। তার আগে এলাকা ম্যাপিংয়ের কাজ শুরু করেছে পুরসভা।