"বিধানসভায় দমবন্ধ করে দেব", তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 06/06/2021   শেষ আপডেট: 06/06/2021 1:38 p.m.
-

আজ দিল্লিতে বৈঠক বিজেপির, দলের ভাঙন রোধ করতে মঙ্গলবার 'স্ট্রাটেজি' বৈঠক বঙ্গে

বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল হয়নি বিজেপির (BJP)। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি যোগী আদিত্যনাথ এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীকে ভোট প্রচারে নামিয়েও হয়নি কাজ। বাংলা দখলের লড়াইয়ে শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে পরাজিত হন তিনি। তৃতীয়বার মসনদে বসে গতকাল সাংগঠনিক রদবদল করেছেন মুখ্যমন্ত্রী। এবার তৃণমূলের পর পালা বিজেপির (BJP)! লোকসভা ভোটকে মাথায় রেখে এবার কি গেরুয়া শিবিরেও সাংগঠনিক রদবদল আসন্ন?

আগামী ৮ জুন বিজেপির সাংগঠনিক বৈঠক ঘিরে সেই জল্পনাই মাথাচাড়া দিচ্ছে রাজনৈতিক মহলে। সূত্রের দাবি, আগামী মঙ্গলবার বিজেপির সর্বস্তরের সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক রয়েছে। যেখানে ভোট পরবর্তী পরিস্থিতিতে কীভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে, এবং কীভাবেই বা ঘুরে দাঁড়ানো সম্ভব পরবর্তী ভোটে, তা নিয়েই পর্যালোচনা চলবে।

যদিও বিজেপি নেতারা প্রকাশ্যে বলছেন, মঙ্গলবারের বৈঠক মূলত স্ট্রাটেজি সাজানোর। আগামী দিনে দল কোন পথে এগোবে? বিধানসভার পর দলে ভাঙনের যে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেটা কীভাবে আটকানো যাবে? সেসব নির্ধারণের জন্যই এই সাংগঠনিক বৈঠক। তবে, সূত্রের খবর এদিনের বৈঠকে মূল ফোকাস থাকবে দলের ভাঙন রোধ করা। প্রসঙ্গত, বাংলার বিধানসভা নির্বাচনের পর্যালোচনা করতে রবিবারই দিল্লিতে বৈঠকে বসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ওই বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের সাধারণ সম্পাদক।

এর মাঝেই শনিবার রাতে বিজেপির হেস্টিংসের কার্যালয়ের অদূরেই উদ্ধার হয় ৫১টি তাজা বোমা। সেই ইস্যুতেই এদিন তৃণমূলকে (TMC) একহাত নেন দিলীপ ঘোষ। আজ সকালে চায়ে পে চর্চায় অংশ নেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই বিজেপি রাজ্য সভাপতি বলেন, “বিধানসভায় দমবন্ধ করে দেব। বাইরেও আন্দোলন করব।” তাঁর দাবি, মিথ্যা মামলায় ফাঁসিয়ে পরিকল্পনামাফিক বিজেপি কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হচ্ছে। যদিও দিলীপ ঘোষের এই হুঙ্কারের পালটা জবাব দিয়ে তাপস রায় বলেন, “কোনও ইস্যু নেই বলেই এসব ভয়ংকর কথা বলছেন দিলীপ ঘোষ।”