নন্দীগ্রামে হাফ লাখ ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব : মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/01/2021   শেষ আপডেট: 18/01/2021 10:06 p.m.
twitter @SuvenduWB

নন্দীগ্রামকে নিজের 'লাকি জায়গা' বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়

ভোটের উত্তাপে টগবগিয়ে ফুটছে আসন্ন বিধানসভা নির্বাচন। তবে কী এবার নন্দীগ্রামে মমতা বনাম শুভেন্দুর লড়াই? নন্দীগ্রামের বিশাল জনসভা থেকে এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন, আগামী বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে তিনিই লড়বেন তৃণমূলের প্রার্থী হিসেবে। আর একথা শুনতেই মতবদল শুভেন্দু অধিকারীর। উল্টে, তৃণমূল নেত্রীকে তাঁর সরাসরি চ্যালেঞ্জ,'নন্দীগ্রামে হাফ লাখ ভোটে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেব।'            

এদিন সভায় নন্দীগ্রামকে নিজের 'লাকি জায়গা' বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, এই 'লাকি জায়গা'র প্রার্থী হতে চান তিনি। বলেন, "আমিই যদি নন্দীগ্রামে দাঁড়াই কেমন হয়! একটু ইচ্ছে হল। একটু গ্রামীণ জায়গা। আমার মনের জায়গা।"

আর এই ঘোষণার পরেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিন টালিগঞ্জ থেকে রাসবিহারী রোড শোয়ের পর সভায় তিনি বলেন, "নন্দীগ্রামে আপনি দাঁড়াতেই পারেন। এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যে কোনও মিটিংয়ে দাঁড়িয়ে ঘোষণা করতে পারেন। বিজেপি শৃঙ্খলাবদ্ধ দল, কে কোথায় দাঁড়াবেন সভা থেকে বলা যায় না। এটাই তফাৎ। আপনি দাঁড়ান। পদ্মফুলটা আমাকে দিন বা আর যাঁকে দিন হাফ লাখ ভোটে হারাতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।"

কিন্তু শেষপর্যন্ত যাই-ই হোক না কেন, ২০২১ সালের বিধানসভা ভোটে নন্দীগ্রাম যে আরও ‘নাটকীয় এবং নজরকাড়া’ হয়ে গেল, তাতে কোনও সন্দেহ নেই।